সন্তানপ্রসবের সময় নার্সের হ্যাঁচকা টানে বিচ্ছিন্ন শিশুর দেহ, মাথা রয়ে গেল মাতৃগর্ভে, জয়সলমীরে চাঞ্চল্য, হাসপাতালের বিরুদ্ধে নালিশ থানায়

Continues below advertisement
জয়সলমীর: রাজস্থানের জয়সলমীরের এক হাসপাতালে ভয়াবহ ঘটনা। সন্তানপ্রসবের সময় নার্সের হ্যাঁচকা টানে বিচ্ছিন্ন হয়ে গেল নবজাতকের দেহ। শরীরের নিম্নাংশ বেরিয়ে এলেও মায়ের গর্ভে থেকে গেল শিশুর মাথা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি জয়সলমীরের রামগড়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে যোধপুরের এক হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে সন্তানের শরীরের ঊর্ধ্বাংশ বার করেন চিকিৎসকেরা। পরে জয়সলমীরের জওহর হাসপাতালের এক চিকিৎসক জানান, রামগড় স্বাস্থ্যকেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, সন্তান প্রসবের পদ্ধতি সম্পূর্ণ হয়েছিল। শিশুটির মাথা যে বিচ্ছিন্ন হয়ে মাতৃগর্ভে থেকে গিয়েছে, সে ব্যাপারে নাকি পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। ওই চিকিৎসক জানিয়েছেন, তিনিই দুর্ঘটনাটি আবিষ্কার করে ওই মহিলাকে যোধপুরের হাসপাতালে পাঠান। রাজস্থানের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওই নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola