মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী অভিযুক্তদের অন্যতম। তবে এটাও ঠিক যে যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু সংবাদমাধ্যম যেন স্বনিয়োজিত দায়িত্ব পালন করে ইতিমধ্যেই রিয়াকে দোষী সাব্যস্ত করে দিয়েছে! এমনই অভিযোগ তুলে রিয়ার পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান, লক্ষী মাঞ্চু-র মতো কয়েকজন বলিউড অভিনেত্রী।
লক্ষী মাঞ্চু টুইট করেছেন, “রিয়া চক্রবর্তীর ইন্টারভিউটি দেখলাম। সংবাদমাধ্যম তো রিয়াকে অসুরের রূপ দিয়েছে। সত্যি ঘটনাটা কী, তা আমি জানিনা। তবে আশা করি সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আইনের উপর এবং যাঁরা তদন্ত করছেন তাঁদের উপরে আমার ভরসা আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও একজনকে নিয়ে এমন কাটাছেঁড়া আমরা বন্ধ রাখতে পারি না কি?’
লক্ষীর আরও সংযোজন, ‘সংবাদ মাধ্যমের কারণে রিয়া ও তার পরিবার তীব্র যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে। আমার যদি এরকম কোনও পরিস্থিতি হতো, তাহলে আমি চাইতাম কলিগরা আমার পাশে দাঁড়াক। সেই ভাবনা থেকেই আমি আমার সহকর্মীর পাশে আছি। যতক্ষণ না পর্যন্ত রিয়া দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই আক্রমণ বন্ধ হোক।”
লক্ষীর টুইটের খানিক পরপরই টুইট করেন বিদ্যা বালন। বলেন, “সত্যি কথাটা দ্বিধাহীনভাবে,স্পষ্ট কথায় প্রকাশ করার জন্য বলার জন্য ঈশ্বর তোমার মঙ্গল করুক লক্ষী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে মিডিয়া যে সার্কাস তৈরি করছে এটা খুবই দুঃখজনক। আবার,রিয়া চক্রবর্তীর অবস্থা দেখে একজন মহিলা হিসেবে আমার মন ভেঙে পড়েছে। একজন নাগরিকের সাংবিধানিক অধিকারকে তো সম্মান করতে হবে। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো একজন নির্দোষ, তদন্ত শেষ হওয়ার আগে তাকে অপরাধী বলা যায় নাকি!”, প্রশ্ন তুলেছেন ‘কাহানি’-র অভিনেত্রী।
টুইট করেছেন তাপসীও। “পার্সোনালি আমি সুশান্তকে চিনতাম না। আমি রিয়াকেও চিনি না। কিন্তু আমি এইটুকু জানি যে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে, যিনি এখনো দোষী প্রমাণিত হন নি, তাকে অপরাধী বানানো ঠিক নয়। শান্তির জন্য নিজের দেশের আইনকে বিশ্বাস করুন।” বলছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী।