বিদ্যা জানিয়েছেন, এটিই তাঁর স্টেজে অভিনীত একমাত্র নাটক। বেগম জানের পর বিদ্যাকে আবার দেখা যাবে তুমহারি সুলু ছবিতে। তাতে তিনি অভিনয় করছেন রেডিও জকির ভূমিকায়। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এই বৃদ্ধ আসলে কে জানেন? বিদ্যা বালান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2017 01:35 PM (IST)
মুম্বই: ইনস্টাগ্রামে একের পর এক পুরনো ছবি পোস্ট করছেন বিদ্যা বালান। এবার তিনি পোস্ট করেছেন তাঁর মঞ্চাভিনয়ের এক টুকরো ছবি। আর তাতে বিদ্যাকে দেখলে আপনি চিনতেই পারবেন না।