মুম্বই: আজ জন্মদিন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla)। এই প্রথমবার জন্মদিনে এই পৃথিবীতে নেই মানুষটা। কিন্তু অনুরাগী থেকে দর্শক এবং সহ-অভিনেতা অভিনেত্রী ও প্রিয়জনরা এখনও এই বাস্তবটাকে মেনে নিতে পারছেন না। মাত্র ৪০ বছর বয়সে কীকরে একজন সুস্থ মানুষের মৃত্যু হতে পারে, তা মেনে নিতে পারছেন না তাঁরা। তাই সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর বহু তারকাকেই মারাত্মকভাবে ভেঙে পড়তে দেখা গিয়েছিল। সিদ্ধার্থ শুক্লের বান্ধবী অসুস্থও হয়ে পড়েছিলেন এমন মারাত্মক খবরে। ভেঙে পড়েছিলেন সিদ্ধার্থের প্রিয় বন্ধু 'কম্যান্ডো' অভিনেতা বিদ্যুৎ জামওয়ালও (Vidyut Jammwal)। প্রিয় বন্ধুর উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু আবেগপ্রবণ কথা বলেছিলেন। সেই ভিডিওই অভিনেতার জন্মদিনে ফের শেয়ার করলেন তিনি।
আরও পড়ুন - Watch Video: ধনুশকে তামিল ভাষায় কিছু বলার অনুরোধ করলেন এক ফোটোগ্রাফার, তারপর?
চলতি বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ হয় 'বালিকা বধূ' অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। জনপ্রিয় তিনি আগে থেকেই ছিলেন। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'বালিকা বধূ'র মাধ্যমে দর্শকের বাড়ির ছেলে হয়ে উঠেছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে যাওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। 'বিগ বস সিজন ১৩'-র বিজয়ীও হন তিনি। আচমকাই ছন্দপতন। জানা গিয়েছিল আগেরদিন রাতে প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমতে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সকালে আর ঘুম ভাঙল না। হার্ট অ্যাটাক কেড়ে নিল এক তরতাজা এবং প্রতিভাবান অভিনেতাকে। সিদ্ধার্থ শুক্লের প্রয়াণের পর তাঁর জন্য বিশেষ প্রার্থনা করেন বিদ্যুৎ জামওয়াল। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করতে দেখা যায়। অভিনেতার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বলতে বলতে তাঁর গলা ধরে আসছিল। এমনকি অনেকবার তিনি চোখের জল লুকনোরও চেষ্টা করেন। প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে তিনি কতটা মর্মাহত হয়েছিলেন, তাই প্রমাণ বিদ্যুৎ জামওয়ালের সেই ভিডিও। আজ সিদ্ধার্থ শুক্লর জন্মদিনে তাঁকে স্মরণ করে সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
ভিডিওতে বিদ্যুৎ জামওয়ালকে বলতে শোনা যাচ্ছিল, কীভাবে ২০১৪-তে তাঁর সঙ্গে সিদ্ধার্থের বন্ধুত্ব হয়। জিম থেকে পরিচিতি তৈরি হওয়া বন্ধু কীভাবে প্রিয় হয়ে ওঠেন। শুধু তাই নয়, বিদ্যুতের মায়েরও অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন সিদ্ধার্থ। প্রথমবার জন্মদিনে পৃথিবীতে নেই অভিনেতা। মন ভারাক্রান্ত অনুরাগী থেকে ভলোবাসার মানুষদের।