মুম্বই: গত ২৬ অগাস্টই মুক্তি পেয়েছিল দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi) এবং বলিউড নায়িকা তাপসী পান্নুর (Tapsee Pannu) নতুন ছবি 'অ্যানাবেল সেতুপতি'-র (Annabelle Sethupathi) ফার্স্ট লুক। প্রথম লুক প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। সোশ্যাল মিডিয়ায়র কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যই জানান দিচ্ছিল যে তাঁরা ছবিটি দেখতে কতটা আগ্রহী। ফার্স্ট লুকের পর জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মুক্তি পেল 'অ্যানাবেল সেতুপতির' ট্রেলারও। আর ট্রেলারেও রয়েছে চমক। শুধু বিজয় সেতুপতি কিংবা তাপসী পান্নুই নন, এই ছবির ট্রেলার লঞ্চ করলেন দক্ষিণের সুপারস্টার মোহনলাল এবং আরও দুই অভিনেতা। ভেঙ্কটেশ ডগ্গুবাতি এবং সূর্যও। আগামি ১৭ সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে হরর কমেডি ছবি 'অ্যানাবেল সেতুপতি'।


প্রসঙ্গত, পরিচালক দীপক সুন্দরজনের ছবি 'অ্যানাবেল সেতুপতি'-র শ্যুটিং হয়েছে জয়পুরে। এক মাসের মধ্যেই জয়পুরের পুরো শ্যুটিং শিডিউল শেষ করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। ৩০ অগাস্ট ছবি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই হরর কমেডি ছবিতে থাকছেন দক্ষিণের বেশ কিছু জনপ্রিয় অভিনেতারা। তাঁরা আরও জানিয়েছিলেন যে, তিন তাবড় অভিনেতা মোহনলাল, ভেঙ্কটেশ এবং সূর্যই ছবির ট্রেলার লঞ্চ করবেন। বিজয় সেতুপতি এবং তাপসী পান্নু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, রাধিকা শরথকুমার, যোগী বাবু, জগপতি বাবু, রাজেন্দ্র প্রসাদ, সুরেশ মেনন প্রমুখ অভিনেতারা। মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি এবং তাপসী পান্নু। তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাধিকা শরথকুমার এবং রাজেন্দ্র প্রসাদকে।



আগামী ১৭ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে হরর কমেডি ছবি 'অ্যানাবেল সেতুপতি'। এই মাল্টিস্টারার ছবি দর্শকদের কেমন লাগে, এখন সেটাই দেখার। যদিও দর্শকরা যে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত, তা কমেন্ট বক্স দেখেই বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, এই প্রথমবার জুটিতে অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি এবং তাপসী পান্নুকে।