কলকাতা: বিচ্ছেদের গুঞ্জনের পরে এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। সঙ্গে ছিলেন না তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। একটি কাজের জন্য মুম্বই থেকে জয়পুর যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হতেই মুখ লুকোলেন বিজয় বর্মা (Vijay Varma)। দিলেন না কোনও প্রশ্নের উত্তর। অনেকেই জানতে চেয়েছিলেন তমন্নার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, ঠিক কী পরিস্থিতি হয়েছে.. তবে সেই সমস্ত প্রশ্নের কোনও উত্তরই দিলেন না বিজয় হন হন করে হেঁটে তিনি ঢুকে গেলেন বিমানবন্দরের লবিতে। তবে এরপরেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল একটি ছবি। কী সেই ছবি?


সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানের সঞ্চালনা করার জন্য জয়পুরে রওনা দিয়েছেন বিজয়। সেখানে পৌঁছে তিনি আকাশপাত্তি খুরানা ও অভিষেক ব্যানার্জীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, 'পার্টনার্স ইন ঋদম'। তাঁরা সবাই একসঙ্গে সেই শো-তে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। তবে সেখানে তমন্নার প্রসঙ্গ সেখানে নেই। বিজয় তমন্নার বিষয় নিয়ে যে মুখ খুলতে চান না, তা স্পষ্ট। অন্যদিকে তমন্নাও এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তবে তাঁদের মধ্যে যে সম্পর্ক ঠিক নেই, সেই কথা ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। 


এর আগে, তমন্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভালবাসা ও সম্পর্ক সবাই গুলিয়ে ফেলেন। এটা আমি কেবল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বলছি না। বন্ধুদের ক্ষেত্রেও এটা একই রকমভাবে প্রযোজ্য।' তমন্নার মতে, ভালবাসা শর্তহীন হয়। যখনই ভালবাসায় কোনও শর্ত আসে, তখনই ভালবাসা চলে যায়। তমন্নার কথায়, 'ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়। দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে, তখনই ভালবাসা শুধুই দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়।'


প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তমন্নার সঙ্গে মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।


ইতিমধ্যেই বিজয়ের সঙ্গে সমাজমাধ্যম থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন তমন্না। এর আগেও কখনও বিরাট কোহলি, কখনও আবার পাক খেলোয়াড় আব্দুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তমন্না। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয় তমন্না। হামেশাই হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তাঁরা। একে অপরের সঙ্গে ফটোশ্যুটও করিয়েছেন কত। বিজয়ের প্রোফাইলে এখনও সেই ফটোশ্যুটের অল্পবিস্তর কিছু নমুনা থাকলেও তমন্না তাঁর প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সব।


আরও পড়ুন: Woman's Day: কেউ এভারেস্ট জয়ী, কারও আবার জীবন ফুটবল.. 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মঞ্চে নারীদিবসে অনন্যা নারীরা