তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি একজন তারকাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন। তিনি হলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তিনি মনে মনে শুধু ভালইবাসতেন না, তাঁর অনুপ্রেরণাও ছিলেন সুস্মিতা।
তবে বিজেন্দ্রর কথা শুনে একটুও রেগে যাননি সুস্মিতা। পাল্টা তিনি টুইট করে বলেছেন, আই লভ ইউ টু বিজেন্দ্র