এই তরুণ তারকার ক্রাশ ছিলেন সুস্মিতা সেন, সেকথা জেনে প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রতিক্রিয়া দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2017 02:10 PM (IST)
মুম্বই: তারকাদের প্রতি সাধারণ মানুষের ক্রাশ, এরমধ্যে নতুনত্বের কিছুই নেই। কিন্তু তারকাদেরও যে তারকার প্রতি ক্রাশ থাকে, সেকথা বেশিরভাগ সময়ই কেউ স্বীকার করেন না। তবে এক সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে, তাঁর ছোটবেলার ক্রাশের কথা অকপটে স্বীকার করলেন বক্সার বিজেন্দ্র সিংহ। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি একজন তারকাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন। তিনি হলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তিনি মনে মনে শুধু ভালইবাসতেন না, তাঁর অনুপ্রেরণাও ছিলেন সুস্মিতা। তবে বিজেন্দ্রর কথা শুনে একটুও রেগে যাননি সুস্মিতা। পাল্টা তিনি টুইট করে বলেছেন, আই লভ ইউ টু বিজেন্দ্র