কলকাতা: মুক্তির অপেক্ষায় বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও মধুমিতা সরকার (Madhumita Sarcar) অভিনীত 'কুলের আচার' (Kuler Achaar)। ১৫ জুলাই বড়পর্দায় প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে এই জুটি। আজ মুক্তি পেল এই ছবির নতুন গান 'ভুল করেছে ভুল' (Bhul Koreche Bhul)।
সম্পর্কের গান
প্রসেনের দলবলের বানানো, মহতিম শাকিব ও মধুবন্তী বাগচির কণ্ঠে মুক্তি পেয়েছে 'ভুল করেছে ভুল'। মানুষের জীবনে সুখ দুঃখ সবই সাময়িক। কোনও কিছুই স্থায়ী নয়। সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী। আর এই ছোট ছোট সুখ দুঃখ নিয়েই সিনেমা 'কুলের আচার'। মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্য়ায়, ইন্দ্রাণী হালদার, সুজন মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমাটিতে ফুটে উঠবে এক পরিবারের গল্প।
এই গানটিতে বিক্রম ও মধুমিতার সম্পর্কের এক অন্যধরনের আঙ্গিক দেখা যাবে। তাঁদের সম্পর্কের ভাঙন স্পষ্ট হবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরনো সুখের দিন মনে পড়ার গান। এই গান বিরহের।
বিয়ের পর পদবি বদল কি সত্যিই প্রয়োজন? এই প্রশ্ন নিয়ে নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক সুদীপ দাস। নাম কুলের আচার (Kuler Aachar)। ১৫ জুলাই মুক্তি পাবে এই ছবি।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে।
ছবির গল্প কিছুটা এইরকম, ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা।
ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কি মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।