নয়াদিল্লি: অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmāstra)-র ট্রেলার। স্টার স্টুডিওজ, ধর্ম প্রোডাকশনস, প্রাইম ফোকাস ও স্টারলাইট পিকচার্স, ১৫ জুন, কথা মতো প্রকাশ্যে আনলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'-র (BRAHMĀSTRA PART ONE: SHIVA) ট্রেলার। 


প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র' ট্রেলার


২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েইছে যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।


পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)। আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে। আমাদের গভীরে থাকা মূল স্পর্শ করে এই ছবি। আমাদের বিশাল সংস্কৃতিকে উদযাপন করে এই ছবি। একইসঙ্গে টেকনোলজি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়।'


 



এই ছবিটি ভারতের নিজস্ব এবং এই ছবিতে গোটা ভারতের একাধিক বড় তারকা একত্রে কাজ করেছেন। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি মোট পাঁচ ভাষায়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়। অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভট্ট, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি রয়েছেন এই ছবিতে। 


আরও পড়ুন: The Broken News Review: প্রথম ওয়েব সিরিজে কতটা ছাপ ফেলতে পারলেন সোনালি বেন্দ্রে? পড়ুন 'দ্য ব্রোকেন নিউজ' রিভিউ


দক্ষিণের চারটি ভাষায় এই ছবি নিবেদন করতে চলেছেন তারকা পরিচালক এস এস রাজামৌলি। 'ব্রহ্মাস্ত্র' তিনটি ছবির সিরিজ। তার প্রথম অংশের ট্রেলার দেখা গেল। জল, আগুন, বায়ু, এই তিন প্রাকৃতিক অস্ত্র যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের রক্ষা করে চলেছে এবং তাঁদের দেবতা, ব্রহ্মাস্ত্র এখন জেগে উঠছেন। এরপর কী? সেই উত্তর মিলবে ছবিতে।