কলকাতা: তাঁর নতুন ছবি আসছে, 'সূর্য' (Surya)। সেই গল্প অনুযায়ী, সবার জীবনে যেন সূর্যের মতোই আলো ছড়ান এই নায়ক। নিয়ে পুড়ে গিয়েও। কিন্তু বাস্তব জীবনেও কি আলো ছড়ান বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)? ছবি মুক্তির আগে, ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে নিয়ে অনাথ শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এলেন ছবির 'সূর্য'। 


শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি সূর্য (Surya) আসলে দক্ষিণী ছবি 'মারা'-র বাংলা ভার্সন। আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘সূর্য’। এই ছবিতে বিক্রম ছাড়াও অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দর্শনা বণিক (Darshana Banik)। ঊমার চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে। অন্যদিকে দিয়ার চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। চোখে একটা মানুষকে না দেখেও এক প্রেমে পড়ার গল্প, মানুষের পাশে থাকার গল্পই বলবে নতুন ছবি 'সূর্য'। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে মধুমিতা ও বিক্রমকে। দর্শনার চরিত্রে রয়েছে চমক।


সপ্তাহের মধ্যেই শহরের একটি অনাথ আশ্রমে যান অভিনেতা, সঙ্গে ছিলেন শিলাদিত্য ও দর্শনা। এদিন অনাথ শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তাঁরা। একসঙ্গে আঁকাআঁকি থেকে শুরু করে, বিভিন্ন খেলায় মজেন সবাই। ছোটরাও প্রিয় অভিনেতাকে তাঁদের মধ্যে পেয়ে ভীষণ খুশি। গোটা একটা বেলাই শিশুদের সঙ্গে সময় কাটান বিক্রম, দর্শনা ও শিলাদিত্য। সবশেষে কাটা হয় কেক। হাসি-গান, খেলাধূলায় দিব্যি কেটে যায় সময়। বাস্তব জীবনেও তিনি যেন সূর্যই। 


এই ছবির জন্য এর আগেই বিক্রমকে শুভেচ্ছা জানিয়েছেন আর মাধবন। কেন আর মাধবন? কারণ, শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি সূর্য (Surya) আসলে দক্ষিণী ছবি 'মারা'-র বাংলা ভার্সন। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন (R Madhaban)। সুপারহিট হয়েছিল 'মারা'। আর সেই ছবিই বাংলায় তৈরি হয়েছে শুনে উচ্ছ্বসিত মাধবন। 


 






আরও পড়ুন: Anant-Radhika Blessing Ceremony: প্রধানমন্ত্রী থেকে রজনীকান্ত-শাহরুখ-সলমন-সচিন-ধোনি, অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানেও চাঁদের হাট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।