নয়াদিল্লি : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়েছেন ভারতের চ্যাম্পিয়নরা। স্বভাবতই উচ্ছ্বসিত অধিনায়ক যুবরাজ সিংহ। এমন একটা আবহে নিজের সর্বকালীন পছন্দের সেরা একাদশ বেছে নিলেন যুবি। কিন্তু, কারা ঠাঁই পেলেন তাঁর তালিকায় ? ভারত থেকেই বা কাদের জায়গা হল ?


শুরুটা করেন নিজের বরাবরের পছন্দ তথা কিংবদন্তি সচিন তেণ্ডুলকরকে দিয়ে। ওপেনিং ব্যাটার হিসাবে তিনি সচিনের সঙ্গে রাখতে চান রিকি পন্টিংকে। এরপর ৩ ও ৪ নম্বর জায়গার জন্য যুবির পছন্দ রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৫ নম্বরে তিনি রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে। তবে, মহেন্দ্র সিংহ ধোনি নন, ৬ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসাবে যুবরাজের পছন্দ অ্যাডাম গিলক্রিস্ট। সাতে তাঁর পছন্দ কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের সঙ্গেই একযোগে বোলিং আক্রমণ শানানোর জন্য তিনি বেছে নিয়েছেন অপর এক কিংবদন্তি শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনকে। পেস আক্রমণে তাঁর পছন্দ তথা ৯ ও ১০ নম্বর জায়গার জন্য তিনি রাখছেন গ্লেন ম্যাকগ্রাথ ও ওয়াসিম আক্রমকে। আর একাদশ স্থানে তাঁর পছন্দ ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। যুবরাজকে যখন জিজ্ঞাসা করা হয় দ্বাদশ খেলোয়াড় হিসাবে বিশেষ কাকে রাখতে চান তিনি। তখন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার বেছে নেন নিজেকেই। 


একনজরে যুবরাজের পছন্দের একাদশ : সচিন তেণ্ডুলকর, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), অ্যান্ড্ু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াসিম আক্রম ও যুবরাজ সিংহ (দ্বাদশ)।


এদিকে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়েছেন ভারতের চ্যাম্পিয়নরা। শনিবার এজবাস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয় যুবরাজ সিংহ-নেতৃত্বাধীন দল। কড়া টক্করের পর শেষ হাসি হাসে ভারত। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ব্যাটে ঝড় তোলেন আম্বাতি রায়ুডু। ৩০ বলে ৫০ রান তোলেন তিনি। তাঁর লড়াকু ইনিংস ভারতের ভিত গড়ে দেয়।


আরও পড়ুন ; পাক-বধ ভারতের, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জয়ী যুবরাজ-বাহিনী 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।