মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ থাকাকালীন একাধিকবার তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে। আজ পুনের হাসপাতালেই প্রয়াত হলেন বিক্রম গোখলে (Vikram Gokhale Passes Away)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।



প্রয়াত বিক্রম গোখলে-


বেশ কিছুদিন হাসপাতালে চিকিতসাধীন থাকার পর আজ ২৬ নভেম্বর প্রয়াত হলেন বিক্রম গোখলে। এদিন সংবাদ সংস্থা এএআইয়ের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে যে, বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে পুনের হাসপাতালে প্রয়াত হয়েছেন। মরাঠী ছবি এবং বলিউডেও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।


আরও পড়ুন - Bhediya: অনলাইনে ফাঁস বরুণ ধবনের 'ভেডিয়া', পাওয়া যাচ্ছে HD কোয়ালিটিও


প্রসঙ্গত, গতকালই পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বর্ষীয়াম অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে। আগেই অভিনেতার পরিবারের লোকেরা জানিয়েছিলেন যে, বিক্রম গোখলের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। বর্তমানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা চোখ খুলেছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে। চিকিতসকেরা আশা করছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে। তাঁর রক্তচাপ এবং হৃদস্পন্দনও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু শেষ রক্ষা আর হল না। সুস্থ হয়ে ফিরলেন না বিক্রম গোখলে। পরলোকগমন করলেন তিনি।