কলকাতা: "যেদিন বিজেপি (BJP) সরকার রাজ্যে (West Bengal) ক্ষমতায় আসবে, রাজ্যে বিনিয়োগের জোয়ার আসবে। চোখে দেখে ভাববেন এটাও কী সত্যি!'' পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে রাঢ় বাংলায় আশ্বাস মিঠুনের (Mithun Chakraborty)। বিষ্ণুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর।
মিঠুনের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি: পঞ্চায়েত ভোটের মুখে হেমন্তের রাঢ়বঙ্গে ঘুরছেন মহাগুরু। পর্দার নায়ককে ধুলোর রাস্তায় দেখতে, ভিড় করছে সাধারণ মানুষ। এদিন মিঠুন চক্রবর্তী বলেন, "যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন দেখবেন, বাংলায় জোয়ার এসেছে। এত বিনিয়োগ হবে যে দেখে ভাববেন এটা সত্যি নাকি স্বপ্ন।'' বিজেপি নেতার এই বক্তব্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শিখিয়ে পড়িয়ে চিত্রনাট্য দিয়ে বিজেপি কথা বলতে পাঠিয়েছে। কিন্তু সামনে যে বিধানসভা ভোট নয়, পঞ্চায়েত ভোট সেটা শেখাতে ভুলে গেছে।'' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "বাংলাকে ধ্বংস করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। মিঠুন চক্রবর্তীর কথায় কিছু নির্ভর করে কী?''
মমতার প্রশংসা মিঠুনের: ' দেশের সেরা দশ জন রাজনীতিবিদদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । মমতা চার-পাঁচটা এমন মাস্টার স্ট্রোক মেরেছেন, যেগুলো বিজেপি ( BJP ), কংগ্রেস, সিপিএম, কেউই বুঝতেই পারেনি! অভিষেকও ( Abhishek Banerjee ) খুব ভাল বক্তা, দারুন বক্তব্য রাখেন, শ্রোতাদের আটকে রাখতে পারেন। ' বিজেপির হয়ে প্রচারে থাকাকালীন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মিঠুন চক্রবর্তী।
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের মিঠুন দাবি করলেন, '২১ জন নন, বরং তার থেকেও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন মিঠুনের সঙ্গে। এঁরা কারা ? কী তাঁদের নাম ? মিঠুনের জবাব, তিনি চাইলেই নাম বলতে পারেন। তাঁর যথাযোগ্য প্রমাণও রয়েছে। 'আমি ব্যাক আপ ছাড়া কথা বলি না... তাঁরা আছেন, স্ট্রংলি আছেন '। তবে, তাঁদের নাম তিনি আপাতত সামনে আনবেন না। কারণ সুরক্ষার কথা মাথায় রেখে। মিঠুনের কথায়, এতে তাঁদের বিপদ বাড়তে পারে, প্রাণশঙ্কাও হতে পারে। '
আরও পড়ুন: Road Accident: বিয়েবাড়ির আনন্দের মাঝে বিষাদের সুর, অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের