কলকাতা: বাংলা ছবির পোস্টারে ফটোশপ করে বসানো হয়েছে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর মুখ ও ছবির নাম! এই অ্যাওয়ার্ড সংস্থার সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় তাঁরা পোস্টও করেছেন, 'আসল' ও 'নকল' দুই পোস্টারই। 


ঘটনাটা ঠিক কী? একটি জাতীয় অ্যাওয়ার্ড সংস্থার সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সম্প্রতি শেয়ার করে নেওয়া হয়েছে কয়েকটি পোস্টার। সেখানে দেখানো হয়েছে, আগামী দিনে আসতে চলেছে কী কী ছবি। সেখানে রয়েছে 'জওয়ান' (Jawan), 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky our Rani Ki Prem Kahani)-র পোস্টার। আর তাই সঙ্গেই রয়েছে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর নতুন ছবি অ্যানিম্যাল (Animal)-এর পোস্টার। 


কিন্তু এই পোস্টার নিয়েই অভিযোগ তুলেছেন তথাগত, বিক্রম ও অন্যান্যরা। কারণ, টলিউডে তথাগতর নতুন ছবি আসতে চলেছে, এই খবর ইতিমধ্যেই সবার জানা। ছবির নাম 'পারিয়া'। তথাগতদের অভিযোগ, এই ছবির পোস্টার চুরি করে সেখানে বসানো হয়েছে রণবীরের মুখ ও ছবির নাম। 'অ্যানিম্যাল'। তথাগত ও বিক্রমের আরও দাবি, যে এডিট এতটাই খারাপ যে, বিক্রমের শরীরে জুড়ে দেওয়া হয়েছে রণবীরের মুখ, বাকি পোস্টার অবিকল এক। 


এই ঘটনা নিয়ে এবিপি লাইভকে বিক্রম বলেছেন, 'আমার মনে হয়, ভুল করে এই ধরনের পোস্টার শেয়ার করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকও। এর আগেও এটা হয়েছে। 'পারিয়া'-র পোস্টারের সঙ্গে আমরা একটি দক্ষিণী সুপারস্টারের ছবির মিল পেয়েছিলাম। আর এখন 'পারিয়া'-র পোস্টারে রণবীর কপূরের মুখ! একটা তথাকথিত পরিচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই ধরণের ভুল করেছেন দেখে আমরা সবাই বেশ অবাক। তবে আমি চাইব, বাংলা সিনেমা, হয়তো 'পারিয়া'-ই একদিন জাতীয় কোনও প্ল্যাটফর্মে এভাবেই জায়গা পাবে। নিজেদের ক্ষমতায়। যে অ্যাওয়ার্ড শো-গুলো আজকের দিনে বাংলা ছবিকে তেমন প্রাধান্য দেয় না... কিন্তু দক্ষিণী, হিন্দি, পাঞ্জাবি বা মরাঠি ছবিকে দেয়, তাদের প্ল্যাটফর্মে আমরাও একদিন বাংলা ছবিকে দেখার আশা রাখব তবে নিজের যোগ্যতায়।'


তথাগত সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার পোস্ট করে লিখেছেন, 'ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রণবীরের মাথা! পোস্টার পারিয়া-র, নাম অ্যানিম্যাল নামের হিন্দি সিনেমার। শুধু বিক্রমের মাথাটা আর সিনেমার নামটা পালটে দেওয়া হয়েছে। একটা তথাকথিত অ্যাওয়ার্ড শো-এর সামাজিক মাধ্যমের পাতা থেকে যারা এই বালখিল্যতাটা করেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।'



আরও পড়ুন: Chini 2: রোদচশমা, পশ্চিমি পোশাকে অচেনা অপরাজিতা, 'চিনি' ফিরছে অন্য ধারার গল্প নিয়ে!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial