নয়াদিল্লি: গত বছর ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের (Sheetal Thakur) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। এবার শোনা যাচ্ছে বিবাহিত জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন দম্পতি। মা হতে চলেছেন শীতল (pregnant)। জাতীয় বিনোদন পত্রিকা সূত্রে খবর এমনই। 


সন্তানসম্ভবা শীতল ঠাকুর, বাবা হতে চলেছেন বিক্রান্ত


বিক্রান্ত ও শীতলের মনে এখন খুশির ঢেউ। প্রথম সন্তান আসতে চলেছে তারকা দম্পতির কোলে। অন্তঃসত্ত্বা শীতল ঠাকুর। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে উৎসুক ও উত্তেজিত শীতল-বিক্রান্ত। 


অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের। তারপরই ডেট করা শুরু করেন তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন। বিয়ের পরের জীবন বা স্ত্রী সম্পর্কে কখনওই বিশেষ কিছু বলেন না অভিনেতা। তবে এক সাক্ষাৎকারে স্ত্রী শীতলকে প্রশংসায় ভরিয়েছিলেন বিক্রান্ত। তিনি জানিয়েছিলেন বিয়ের পর জীবন তাঁর দুর্দান্ত কাটছে। সাক্ষাৎকারে বলেন, 'হ্যাঁ, অনেক কিছুই এখন বদলে গেছে। আমার নিজেরই খুব অন্যরকম লাগে কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি, এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি।'


কর্মক্ষেত্রে, বিক্রান্ত মেসিকে সম্প্রতি দেখা গিয়েছে 'মেড ইন হেভেন', 'গ্যাসলাইট' ও 'মুম্বইকর'-এ। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ইয়ার জিগরি', 'সেক্টর ৩৬', '১২থ ফেল' ও 'ফির আই হসিন দিলরুবা'র মতো কাজ। এছাড়া, শোনা যাচ্ছে বিক্রান্ত মেসি এবার কাজ করবেন নতুন পরিচালক নীরঞ্জন আয়েঙ্গরের (Niranjan Iyengar) সঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বিক্রান্ত। তবে আরও আকর্ষণীয় বিষয়, এই ছবি তৈরি হবে রাস্কিন বন্ডের (Ruskin Bond) গল্পের ওপর ভিত্তি করে। তবে কোন গল্প বা ছবির কী নাম, এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য মেলেনি।


আরও পড়ুন: Munna Bhai 3: মুন্না ভাইকে জড়িয়ে ধরলেন সার্কিট, ভাইরাল ভিডিও উস্কে দিল 'মুন্না ভাই ৩'-এর জল্পনা


অন্যদিকে, 'আপস্টার্টস', 'ব্রিজ মোহন অমর রহে', 'ছপ্পড় ফাড় কে'র মতো একাধিক ছবি ও ওয়েব সিরিজে দেখা গেছে শীতল ঠাকুরকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজে বিক্রান্তের সঙ্গে কাজ করেছিলেন শীতল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial