নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'লভ হোস্টেল' (Love Hostel)। সেই ছবিতে অভিনয় করে আরও একবার সকলের নজর কেড়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। দুর্দান্ত পারফর্ম্যান্সের সঙ্গে নিজের বহুমুখী অভিনয় প্রতিভা আরও একবার প্রমাণ করেছেন বিক্রান্ত। 


'গিনি ওয়েডস সানি' (Ginny Weds Sunny) এবং '১৪ ফেরে' (14 Phere)-এর মতো ছবিতে তাঁর 'পাশের বাড়ির ছেলে' ইমেজ দিয়ে দর্শকদের অনেকবার মুগ্ধ করে, তিনি সম্প্রতি 'লভ হোস্টেল'-এর মতো একটি অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয় করে মন জয় করেছেন। তাঁর পারফর্ম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ সমালোচক থেকে দর্শক সকলে। তবে এতটুকু সময় নষ্ট না করে অভিনেতা ইতিমধ্যে তাঁর পরবর্তী শ্যুটিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন।


 






আগামী ছবি 'গ্যাসলাইট'-এ (Gaslight) সারা আলি খানের (Sara Ali Khan) বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত মেসিকে। এর মধ্যে ছবির শ্যুটিং শুরু করে ফেলেছেন তিনি। 


অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, সারা আলি খানের সঙ্গে বিক্রান্ত তাঁর আগামী ছবি 'গ্যাসলাইট'-এর শ্যুটিং সারছেন রাজকোটে। শ্যুটিংয়ে বেজায় মজা, খুনসুটি চলছে। আগামী কয়েক সপ্তাহ সেখানেই শ্যুটিং চলবে। বড়পর্দায় এই জুটিকে প্রথমবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। 


আরও পড়ুন: Gangubai Kathiawadi: 'গঙ্গুবাঈ' চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন যে বলিউড নায়িকারা


আপাতত একাধিক কাজ রয়েছে বিক্রান্তের হাতে। সম্প্রতি মুক্তি পেয়ে গিয়েছে 'লভ হোস্টেল'। শ্যুটিং শুরু হয়ে গিয়েছে সারার সঙ্গে 'গ্যাসলাইট' ছবির। এছাড়া রয়েছে রাধিকা আপ্তের (Radhika Apte) সঙ্গে 'ফরেন্সিক' (Forensic) ছবিটি।