মুম্বই: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের (Shital Thakur) সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি। তাঁর বিয়ের ছবি নেট দুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সাদা রঙের শেরওয়ানি, গোলাপি পাগড়িতে সেজেছিলেন অভিনেতা। আর তাঁর প্রেমিকা শীতল ঠাকুরের পরণে ছিল লাল রঙের লেহেঙ্গা। সদ্য বিবাহিত দম্পতির ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকরা।


ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুরকে। জানা যায়, ২০১৯ সালে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা রোকা অনুষ্ঠান পর্ব সেরে ফেলেন। তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাঁরা বিয়ে পিছিয়ে দেন। 


আরও পড়ুন - Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী


গত বছর এক সাক্ষাতকারে 'মির্জাপুর' (Mirzapur) অভিনেতা বিক্রান্ত মেসি বলেন, 'অতিমারি পরিস্থিতি না থাকলে অনেকদিন আগেই তাঁদের বিয়ে হয়ে যেত। দুজনের অভিভাবকেরাও তাঁদের বিবাহিত দেখতে চান। তাঁরা দুই তারকার নতুন জীবন শুরু করার কথা প্রায়ই বলতেন।' অবশেষে তাঁদের বিবাহ সম্পন্ন হল।



ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ বিক্রান্ত মেসি। 'বালিকা বধূ', 'ধুম মাচাও ধুম', 'ধর্মবীর' এবং আরও বেশ কিছু ছোট পর্দার ধারাবাহিক ও শোয়ে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দাতেও একাধিক কাজ করেছেন। 'লুটেরা', 'দিল ধড়কনে দো', 'এ ডেথ ইন দ্য গুঞ্জ', 'হাফ গার্লফ্রেন্ড', 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'ছপক', 'হাসিন দিলরুবা', এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত। ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। ''মির্জাপুর'', 'ব্রোকেন বাট বিউটিফুল', 'মেড ইন হেভেন' ও আরও বেশ কছু ওয়েব সিরিজে দেখা গিয়েছএ তাঁকে। সম্প্রতি তাঁর নতুন ছবি 'লভ হোস্টেল'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছে সনয়া মলহোত্রকে।