নয়াদিল্লি: প্রথমে ইন্টারনেটে ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপন। আগ্রহী কেউ ম্যাসাজ করাতে এলে ধর্ষণের অভিযোগ করে তাঁর যথাসর্বস্ব কেড়ে নেওয়া। দিল্লির বৈশালীতে এভাবেই ব্যবসা ফেঁদে বসেছিল ২৫ বছরের এক যুবক ও তার প্রেমিকা। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
এই দুজনের ব্যাপারে পুলিশে অভিযোগ করেন আরমান শর্মা নামে এক ব্যক্তি। ধৃত যুবকের নাম সাদাব গওহর। ইন্টারনেটে ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপন দেখে আরমান যোগাযোগ করেন তার সঙ্গে। এ মাসের ৮ তারিখ বৈশালীর এক হোটেলের ঘরে তাঁকে আসতে বলে সাদাব। ম্যাসাজের জন্য ধার্য করে ১২,০০০ টাকা। অভিযোগ, কিছুদিন পর ফের সাদাব তাঁকে ডাকে ওই হোটেলেরই এক ঘরে। আরমান হাজির হলে সাদাবের দুই মহিলা সঙ্গী তাঁর জিনিসপত্র কেড়ে নেয় ও নিজেদের জামাকাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের মিথ্যে অভিযোগ আনার হুমকি দিয়ে বলে, ১০ লাখ টাকা দিতে হবে। এভাবে তাঁর কাছ থেকে আদায় করে তিন লাখ টাকা।
এরপর আরমান পুলিশে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদাব ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে।
ম্যাসাজের নামে চলত ব্ল্যাকমেল, দিল্লিতে গ্রেফতার ২ প্রেমিক প্রেমিকা
ABP Ananda, Web Desk
Updated at:
22 Sep 2018 01:43 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -