মুম্বই: সবুজ মাঠে শুয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বুকের ওপর একরত্তি কন্যা, ভামিকা। মুখ দেখা যাচ্ছে না তার। বাবার কাছে আদুরে সময় কাটাচ্ছে স্টারকিড। কিন্তু শুধু বাবা নয়, ভামিকাকে কোলে নিয়ে ছবি শেয়ার করে নিলেন মা অনুষ্কা শর্মা (Anushka Sharma)-ও। আজ তাঁদের একরত্তির জন্মদিন। 


২ বছরে পা দিল একরত্তি ভামিকা। তাঁকে নিয়ে ছবি শেয়ার করলেন বিরাট আর অনুষ্কা। তবে বাকি সব ছবির মতোই প্রকাশ্যে আনলেন না ভামিকার মুখ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভামিকার নিজের মতামত তৈরি না হওয়া পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না তাঁরা। আর তাই ভামিকার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিলেও খুব সতর্কভাবে ভামিকার মুখ আড়ালেই রাখেন তাঁরা। 





আরও পড়ুন: Gadar: Ek Prem Katha: ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'গদর: এক প্রেম কথা'! কবে?


 


ভামিকার সঙ্গে ছবি শেয়ার করে বিরাট লিখেছেন, 'আমার হৃদয়ের টুকরোর ২ বছর পূর্ণ হল।' আর অন্যদিকে ভামিকার সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে অনুষ্কা লিখেছেন, 'আমার মন আরও বড়, আরও উন্মুক্ত হওয়ার ২ বছর।'