Maruti SUV EVX: গাড়ির মেলায় প্রথমেই ধামাকা। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের কনসেপ্ট কার ইভি এক্স দেখাল মারুতি সুজুকি। এক চার্জে যাবে ৫৫০ কিলোমিটার। কোম্পানি জানিয়েছে, ২০২৫ সালের মধ্য়েই হবে এই গাড়ি লঞ্চ করবে কোম্পানি।


Auto Expo 2023: কাদের জন্য এই এসইউভি ?
মারুতি জানিয়েছে, অবস্থানের দিক থেকে এটি একটি বড় এসইউভি হবে।  ইলেকট্রিক মডেল ছাড়াও এই EV-র সম্পূর্ণ হাইব্রিড মডেলও আনবে কোম্পানি। তবে ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে ইভিএক্স-এর  মাইল্ড হাইব্রিড মডেলেও আনতে পারে কোম্পানি। এদিন  প্রথম দেখাতেই সবার নজর কেড়েছে এই গাড়ি। 




Auto Expo 2023: বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার ভারতের গাড়ির মেলায় এই এসইউভি নিয়ে এল  Toyota। নতুন ল্যান্ড ক্রুজার LC300 মেলায় এনেছে কোম্পানি। মূলত, অফ-রোডিং ক্ষমতা, বুলেট-প্রুফ সুরক্ষা ও বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশ্বব্যাপী সুনাম রয়েছে টয়োটার এই মডেলের।


Toyota Land Cruiser LC300: কেমন দেখতে এই এসইউভি ?
নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজার LC300 আরও পেশিবহুল সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়ার পাশাপাশি স্লিম হেডল্যাম্পের সঙ্গে ভারতে সামনে এসেছে। এতে রয়েছে টেল-ল্যাম্প সহ নতুন প্রিমিয়াম স্টাইলিং।  এক কথায় রাস্তার রাজা এই এসইউভি। এই গাড়ির রাস্তায় উপস্থিতি সবার নজর কাড়ে। বিশাল SUV হওয়ার পাশাপাশি এটি একটি বিলাসবহুল SUV।




MG 4 EV: অটো এক্সপোতেই শুরু হয়ে গেল প্রতিযোগিতার লড়াই। ভারতে এবার তাদের প্রিমিয়াম ইলেকট্রিক হ্যাচব্যাক  MG  4 নিয়ে আসছে কোম্পানি। আজ Auto Expo 2023-তে মডেল থেকে পর্দা সরাল মরিস গ্যারাজেস। অটো ব্লগারদের মতে, MG ZS-এর সঙ্গে বাজারে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ লঞ্চ হতে পারে। 


Auto Expo 2023: কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে ?
MG4 EV SAIC-এর MSP প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এমজির এই হ্য়াচব্যাক। এক চার্জা ৩৫০ কিলোমিটার যেতে পারে এই গাড়ি। ৫১ কিলোওয়াট থেকে ৬৪ কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি ক্ষমতা ধরে এই গাড়ি।  এতে রয়েছে রেয়ার-হুইল-ড্রাইভ মোটর । এটি ৪.২ মিটারেরও বেশি লম্বা গাড়ি। প্রিমিয়াম হ্যাচব্যাক হওয়ার পাশাপাশি এতে দারুণ ডিজাইন দিয়েছে কোম্পানি।




BYD seal : সম্প্রতি চিনা ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিওয়াইডির সেডান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার ভারতের অটো এক্সপোতে এল BYD । এই ইভি সেডানের ডিজাইন কোম্পানির ইউএসপি। এমনিতেই বিশ্বের ইলেকট্রিক গাড়ি তৈরিতে সিদ্ধহস্ত এই কোম্পানি।


Auto Expo 2023 LIVE : ৩ বছর কোভিডের কারণে সম্ভব হয়নি। আজ ১১ জানুয়ারি গ্রেটার নয়ডায় শুরু হচ্ছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা (Auto Expo 2023)।  ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে (Auto Expo 2023 India) অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে। 




 


Car loan Information:

Calculate Car Loan EMI