মুম্বই: নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।




ছবিতে স্পষ্ট, বিরাটের ওপর কোনও কারণে রেগে কাঁই অনুষ্কা। আর তা নিয়ে টুইটারে জল্পনা কল্পনা, হাসিঠাট্টার অন্ত নেই!

কেউ বলছেন, বিরাট রবি শাস্ত্রীর থেকে তাঁকে যে বেশি ভালবাসেন তার প্রমাণ চাইছেন অনুষ্কা আবার কারও প্রশ্ন, নিউ ইয়র্কে পতঞ্জলি পাওয়া যায়?










এমনই নানা প্রশ্ন, নানা সম্ভাবনা উঠে এল টুইটারের ভার্চুয়াল দুনিয়ায়। দেখুন তারই কিছু উদাহরণ।