মুম্বই: লাভবার্ডস অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি, এখন মোটেই প্রকাশ্যে একসঙ্গে বেরোতে লজ্জা পান না। বরং তাঁদের এখন মাঝেমধ্যেই একান্তে সময় কাটাতে বিভিন্ন জায়গায় দেখা যায়। সম্প্রতি তাঁরা একসঙ্গে একটি অ্যাড শ্যুটও করে ফেলেছেন। সেই অ্যাড শ্যুটেরই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবি থেকে স্পষ্ট এই দুই প্রেমিক জুটির কেমিস্ট্রি অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুজায়গাতেই হিট। বিরুষ্কা ভক্তরা ছবি দেখার পর গোটা অ্যাডটি দেখার জন্যে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তবে শ্যুটিং স্পট থেকে অ্যাড শ্যুটের যে ছবিটি সবচেয়ে বেশি হিট, সেটা হল, একটিতে অনুষ্কা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকলেও, বিরাটের চোখ তাঁর লেডিলাভের থেকে মোটেই সরছে না।
ছবিতে দুজনকেই ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে। তবে ঠিক কীসের বিজ্ঞাপন এটি, সেটা এখনও বোঝা যাচ্ছে না। ইদানিং লাভবার্ডসকে হামেশাই একসঙ্গে দেখা যায়