ইনস্টাগ্রাম থেকে ‘মোস্ট এনগেজড অ্যাকাউন্ট’-এর শিরোপা পেলেন বিরাট কোহলি
তালিকায় দুনম্বরে আরেক বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে, ফলোয়ার সংখ্যার নিরিখে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় দীপিকা পাড়ুকোন। তাঁর ফলোয়ার সংখ্যা ২.৪০ কোটি।
প্রসঙ্গত, বিরাট কোহলির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি।
ইতালিতে হওয়া বিয়ে এবং দিল্লি ও মুম্বইয়ে হওয়া রিসেপশনের এক ঝলক দেখার জন্য শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বিরাট-ভক্তরা তাঁর ইনস্টাগ্রাম অ্যকাউন্টে চোখ রেখেছিলেন।
২০১৭ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওয়েবসাইটের তরফে বিরাট কোহলিকে ২০১৭ সালের ‘মোস্ট এনগেজড অ্যাকাউন্ট’-এর শিরোপা দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামের তরফে প্রকাশিত হওয়া এই তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
এই পুরস্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এবং পোস্টে প্রাপ্ত কমেন্ট এবং লাইক-এর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
এবছরই প্রথমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ভারতের জন্য এক বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে।
খেলার মাঠের মতোই সোশ্যাল মিডিয়াতেও জমিয়ে ব্যাটিং করছেন অধিনায়ক বিরাট কোহলি। এর প্রমাণ হল ইনস্টাগ্রামের তরফ থেকে তাঁকে প্রদান করা পুরস্কার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -