নয়াদিল্লি: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে তিনমাস পার করে ফেলেছে। যতদিন যাচ্ছে, ততই মিঞাঁ-বিবির রসায়ন আরও মজবুত হচ্ছে। প্রায়ই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুষ্কার সঙ্গে তাঁর ছবি শেয়ার করতে থাকেন বিরাট।
তেমনই একটি আবেগঘন ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে শেয়ার করেছেন ভারত অধিনায়ক। ছবিটি কবে তোলা হয়েছে তা জানা না গেলেও দেখা যাচ্ছে, বিরাট ও অনুষ্কা একে অপরকে আলিঙ্গনবদ্ধ রয়েছেন।
মজার বিষয় হল, তাঁরা যখানে দাঁড়িয়ে এই ছবি তুলেছেন, ঠিক তার পেছনের দেওয়ালে একইরকম একটি ছবি আঁকা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন পুরুষ এক মহিলাকে আলিঙ্গনরত অবস্থায় চুম্বন করছেন।
বলা বাহুল্য, বিরুষ্কা এই ছবি নকল করে পোজ দিয়েছেন। ছবিটি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় বিরাট ক্যাপশন দেন, মাই ওয়ান অ্যান্ড ওনলি...!
ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা খুব করে ছবিকে লাইক ও শেয়ার করেন। এখানে বলে রাখা প্রয়োজন, কয়েকদিন আগে, স্ত্রী-র আসন্ন ছবি ‘পরী’-র প্রচার করতেও দেখা গিয়েছিল বিরাটকে।