অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে কোহলি লিখেছেন, আমার জন্য এটা দারুন একটা মুহুর্ত। অরিজিত খুব ভালো মানুষ।এই ব্যক্তির মতো অন্য কারুর কন্ঠ আমাকে এতটা মুগ্ধ করে না। অরিজিতকে শুভকামনা।
একটি চ্যারিটি ফুটবল ম্যাচের অবকাশে দেখা হয় দুজনের। সিনেমা জগতের তারকাদের সঙ্গে খেলোয়াড়দের এই ম্যাচে রণবীর কপূর, অভিষেক বচ্চন, দিনো মারিয়া ও সুজিত সরকারের মতো বলিউড নক্ষত্ররা অংশ নিয়েছিলেন।