মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিত সিংহের অনুরাগী। এ কথা নিজেই জানিয়েছেন কোহলি। সম্প্রতি নিজের পছন্দের গায়কের সঙ্গে দেখা হয় কোহলির। সেই সাক্ষাতের ছবি ট্যুইট করেছেন তিনি।
অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে কোহলি লিখেছেন, আমার জন্য এটা দারুন একটা মুহুর্ত। অরিজিত খুব ভালো মানুষ।এই ব্যক্তির মতো অন্য কারুর কন্ঠ আমাকে এতটা মুগ্ধ করে না। অরিজিতকে শুভকামনা।





একটি চ্যারিটি ফুটবল ম্যাচের অবকাশে দেখা হয় দুজনের। সিনেমা জগতের তারকাদের সঙ্গে খেলোয়াড়দের এই ম্যাচে রণবীর কপূর, অভিষেক বচ্চন, দিনো মারিয়া ও সুজিত সরকারের মতো বলিউড নক্ষত্ররা অংশ নিয়েছিলেন।