গুয়াহাটি, মারগাও ও কলকাতা: অ্যাবেল রুইজের শেষ মুহূর্তের পেনাল্টিতে বাজিমাত। ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের শেষ আটে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি ইরান। তিকিতাকার সম্মোহন নয়। প্রথম থেকে বরং ফরাসি ব্রিগেডেরই দাপট। তবু, ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে অ্যাবেল রুইজের গোলে বাজিমাত। যুব বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন। লা রোখার জয় ২-১ গোলে। প্রথমার্ধে লে ব্লুজেরই দাপট। আক্রমণের ঝড় তোলে ফরাসিরা। সাফল্য এল ৩৪ মিনিটে, পিন্টরের হাত ধরে। আমিন গোউইরির পাস থেকে গোল। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সমতা ফেরায় স্প্যানিশ আর্মাডা। কার্যত ফরাসি ডিফেন্ডারদের নজর এড়িয়েই তাদের বক্সে ঢুকে পড়েন মিরান্ডা। টরেসের ক্রস থেকে বার্সা ডিফেন্ডারের অনবদ্য গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে অনূর্ধ্ব-১৭ ইউরেপীয় চ্যাম্পিয়নরা। আক্রমণের ঝাঁঝ বাড়ায় স্পেন। তবু, গোল আসেনি। শেষ মুহূর্তে নাটক। বক্সের মধ্যে স্পেনের হোসে লারাকে কড়া ট্যাকল করেন ফরাসি ডিফেন্ডার ওমর সোলেত। পেনাল্টি পায় স্পেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে শেষ আটে পৌঁছে দিলেন স্প্যানিশ ক্যাপ্টেন অ্যাবেল রুইজ।
ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, শেষ আটে পৌঁছল ইংল্যান্ড, ইরান, মালি
Web Desk, ABP Ananda | 17 Oct 2017 11:33 PM (IST)