এই দুজনের দেখা হল এক পুরস্কার মঞ্চে। ছোটদের জন্য কী করতে চান? বিরাট কোহলিকে প্রশ্ন করলেন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার।
মানুষী বলেন, আপনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, সকলের কাছে প্রেরণা। সমাজের প্রতি আপনার অবদান অনেক। যুবসমাজ আপনাকে দেখে উদ্দীপ্ত হয়। ক্রিকেটের জগত থেকে কীভাবে ছোটদের জন্য কাজ করতে চান আপনি?
জবাবে বিরাট বলেন, আপনি যাই করুন, তা সৎভাবে করতে হবে, করতে হবে হৃদয় থেকে। যদি লোকে বুঝতে পারে আপনি ভান করছেন, তাহলে তারা আপনার মধ্যে নিজেকে দেখতে পাবে না। আমি কখনও অন্য কারও মত হওয়ার চেষ্টা করিনি। সব সময় থেকেছি নিজের মত। বহু লোকে আমার আচরণ, কথাবার্তা নিয়ে বহু কথা বলেছে কিন্তু নিজেকে নিয়ে আমার কখনও কোনও সমস্যা ছিল না।
ভারতীয় দলের অধিনায়ক আরও বলেন, যখন আমার নিজের মনে হয়েছিল, কিছুটা পাল্টানো উচিত, শুধু তখনই আমি পাল্টেছি। জীবনে পরিণত হয়ে ওঠার জন্য প্রত্যেকের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু নিজের পরিচয়, চরিত্র ও ব্যক্তিত্ব যেন কখনওই হারাতে না হয়। কারণ অন্যের মত হওয়ার চেষ্টা করলে আপনি কখনও তা পারবেন না, কাউকে প্রেরণা যোগাতেও পারবেন না।
বিরাট বিশ্বাস করেন, শক্তিশালী কিছু আছে যা আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। একার সামর্থ্যে আমাদের রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা নেই। তাই আমাদের পক্ষে একটা কাজই সম্ভব, আরও বেশি করে পরিশ্রম করে যাওয়া, নিজের প্রতি সৎ থাকা। হাততালিতে ফেটে পড়া হলে দাঁড়িয়ে এ কথা বলেন বিরাট।