জলপাইগুড়ি:  জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিত্সক কুমার অতনুর আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় নয়া মোড়। চিকিত্সকের স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। স্ত্রী রাজিতা দত্ত রায়ের দাবি, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার সময় তিন জন বাইক আরোহী তাঁর রাস্তা আটকায়। অভিযোগ, তাঁরা সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে দায়ের করা করা মামলা তুলে নিতে বলেন। রাতেই কোতয়ালি থানায় ফের অভিযোগ দায়ের করেন রাজিতা।

১৮ নভেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুমার অতনু। এর পরই প্যাথলজিক্যাল ল্যাবের মালিক সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেন স্ত্রী। তাঁর দাবি, ল্যাব তৈরির জন্য চিকিৎসকের থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সৈকত। কিন্তু সেই টাকা শোধ করেননি তিনি। ফলে মানসিক অবসাদে চিকিত্সক আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্ত্রীর।