মুম্বই: দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি বিজ্ঞাপনী চুক্তিতে সই করতে অস্বীকার করলেন বিরাট কোহলি। আর তার জেরে আরসিবি-র প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়ে গেল। সূত্রের খবর, একটি ভ্রমণ এবং হোটেল বুকিং সংস্থার সঙ্গে বিজ্ঞাপন নিয়ে কথা চলছিল আরসিবির। সেই বিজ্ঞাপনেই বিরাট এবং দীপিকাকে নিয়ে কাজ করার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু বিরাটের না করায় এই বিরাটের অঙ্কের ক্ষতি হল আরসিবির।


বিরাট না কেন করলেন?  সূত্রের খবর, কোহলির দীপিকার সঙ্গে কাজ করতে কোনও আপত্তি ছিল না, কিন্তু চুক্তিপত্রের একটি ধারায় তাঁর আপত্তি রয়েছে। সেখানে বলা হয়, কোহলি অন্য কোনও তারকার সঙ্গে আর স্ক্রিনস্পেস শেয়ার করতে পারবেন না।

এব্যাপারে আরসিবির সঙ্গে যোগাযোগ করা হলে, সংস্থার তরফে জানানো হয়, ওই চুক্তিটি স্বাক্ষর করা হয়নি, কারণ, বিরাট-দীপিকা দুজনেই ভাল অফার পেয়ে গিয়েছেন। এদিকে আইপিএল ২০১৮-তে আরসিবি বিরাটের চুক্তি ফের নবীকরণ করে তাঁকে ১৭ কোটি দেওয়ার প্রস্তাব দেন। এরফলে, আইপিএল-এর অন্যতম ধনী প্লেয়ারদের একজন হিসেবে স্বীকৃতি পান কোহলি।