নয়াদিল্লি: বেশ কিছুদিন হল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই জুটিকে একসঙ্গে সময় কাটাতে খুবই কম দেখা যায়। কারণটা ব্যস্ততা। কখন কোহলি খেলায় ব্যস্ত থাকেন, আবার কখনও অনুষ্কা তাঁর সিনেমার শ্যুটিং নিয়ে। এরইমধ্যে যেটুকু সময় পাওয়া যায়, তখন তা চুটিয়ে উপভোগ করেন এই তারকা দম্পতি।
এমনই একটি মুহূর্তের ভিডিও সম্প্রতি কোহলি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে কোহলিকে অনুষ্কার সঙ্গে জিমে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। ভিডিওতে কোহলিকে অনুষ্কার তারিফ করতেও দেখা গিয়েছে। শেষে কোহলি বলেছেন, অনুষ্কা তাঁর থেকে বেশি কার্ডিও করেন।
[embed]https://www.instagram.com/p/Bjr8XOfnbPo/?utm_source=ig_embed[/embed]
সুযোগ পেলেই কোহলি অনুষ্কার সঙ্গে তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আইপিএল শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে কোহলি। অনুষ্কা অবশ্য তাঁর সিনেমা প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। বরুণ ধবনের সঙ্গে সুই ধাগা ও শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমায় কাজ করছেন অনুষ্কা।
দেখুন: জিমে ঘাম ঝরানোর ভিডিও পোস্ট করে অনুষ্কার প্রশংসা কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2018 09:34 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -