কলকাতা: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এবং 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story) যে তিনি দেখেননি, সে কথা প্রকাশ্যেই বললেন জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। কিন্তু কেন? 'হায়দার' ছবির নির্মাতার ব্যাখ্যা, 'ভেবেচিন্তেই ছবিদুটি দেখিনি। ফিল্মগুলি সম্পর্কে যে সব কথা শুনছিলাম, তার পর সেগুলি দেখে আর প্রভাবিত হতে চাইনি।' বিশালের বক্তব্য, বন্ধুদের থেকে শুনেছিলেন, ছবিদু'টি 'প্রোপাগান্ডা' ফিল্ম। আর তিনি এই ধরনের স্পর্শকাতর বিষয় থেকে দূরে থাকতে চান। তাই দেখেননি।


বিতর্কের কারণ...
'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে যে প্রতিক্রিয়াই পাক, দুটি ছবি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসা নিয়ে 'দ্য কাশ্মীর ফাইলস' তৈরি করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অন্য দিকে, কেরলের তরুণীদের জোর করে ধর্মান্তর এবং ইসলামিক স্টেটে যোগদান নিয়ে তৈরি হয় 'দ্য কেরালা স্টোরি'। দুটি ছবি প্রসঙ্গে বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের বক্তব্য, 'এর মধ্যে আমি ঢুকতে চাইনি কারণ দুটি বিষয়ই অত্যন্ত স্পর্শকাতর। এত নেতিবাচকতার বাইরে থাকতে চাই। আমি শান্তি পছন্দ করি। তাই দেখতে চাইনি।' এতেই শেষ নয়। চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশে তাঁর আরও বার্তা, ' প্রোপাগান্ডা হিসেবে নয়, আরও সংবেদনশীল হয়ে এই ধরনের বিষয়গুলি নিয়ে ভাবনাচিন্তা করা দরকার।'
 
অতীতেও সরব...
অতিমারির কঠিন সময়ে গান বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদে মুম্বইয়ের জমায়েতে কবিতা পাঠ, অতীতেও একাধিক বিষয়ে সরব হতে শোনা গিয়েছে বিশাল ভরদ্বাজকে। ২০২০ সালে একটি সাহিত্য উৎসবে যেমন তাঁকে বলতে শোনা যায়, 'যদি জানতে চান, এখন হায়দার বানাতে পারতাম কিনা, হ্যাঁ বললে মিথ্যা বলা হত।...হায়দারের মতো ছবি এই ধরনের পরিস্থিতিতে তৈরি হত না। অন্য ধারার একটি ফিল্ম দেখা যেত।' তবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে 'সিনেমা'-র উদ্দেশ্যও যে বদলাচ্ছে সে কথা মানেন বিশিষ্ট পরিচালক। এই নিয়ে একেবারে হালে এক সাক্ষাৎকারে বিশাল বলেছেন, 'এটি এমন একটি বিষয় যাকে যে ভাবে খুশি সে ভাবে ব্যবহার করা যায়। যদি মানুষ সেটি গ্রহণ করে দেখেন, তা হলে আমাদের মেনে নিতে হবে। মেনে নিতে হবে যে সমাজ বদলাচ্ছে।' এই প্রসঙ্গে গণপিটুনির মতো ঘটনার কথাও তোলেন তিনি। পরিচালকের মতে, 'কখনও কি ভেবেছিলাম যে গণপিটুনিতে মৃত্যুর খবরেও আমরা অভ্যস্ত হয়ে পড়ব? ...কিন্তু এখন এসব আমাদের আর প্রভাবিত করে না।'


আরও পড়ুন:'মুক্তোরঙা বিয়ে'-তে পরিণীতিকে সাজাবেন মণীশ মলহোত্র, রাঘব পরবেন তাঁর আত্মীয়ের তৈরি পোশাক