মুম্বই:  তাঁর পরিচালিত সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' হইচই ফেলে দিয়েছিল। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বৃহস্পতিবার তাঁর পরের সিনেমার ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন নতুন সিনেমার নামও। 'দ্য ভ্যাকসিন ওয়ার' (The Vaccine War)।



নিজের নতুন ছবি ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন বিবেক। ইনস্টাগ্রামে তিনি তাঁর আগামী ছবির পোস্টার দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'ঘোষণা: আপনাদের জন্য নিয়ে আসছি 'দ্য ভ্যাকসিন ওয়ার'। একটা অবিশ্বাস্য ও সত্যি যুদ্ধের গল্পে যা অনেকে জানেই না যে, ভারত লড়াই করেছিল। আর বিজ্ঞান, সাহসীকতা ও মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে যে যুদ্ধে জিতেওছিল'।
সিনেমা মুক্তির দিনও ঘোষণা করে দিয়েছেন বিবেক। জানিয়েছেন, ২০২৩ সালের স্বাধীনতা দিবসে (১৫ অগাস্ট ২০২৩) সিনেমাটি মুক্তি পাবে। মোট ১১টি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিবেকের আবেদন, 'আমাদের শুভেচ্ছা জানান'।
বিবেক জানিয়েই দিয়েছেন যে, ২০২৩ সালের ১৫ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি। তবে কারা নাম ভূমিকায় থাকবেন, তা এখনও জানানো হয়নি পরিচালকের তরফে।গোটা বিশ্বে ১১টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক ঘোষণা করার পরেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে সিনেপ্রেমীদের মন্তব্যে।এক ভক্ত মন্তব্য করেছেন, 'অসাধারণ। বহুপ্রতীক্ষিত সিনেমা। আমাদের দেশের বিজ্ঞানী, গবেষক ও দেশের নেতৃত্ব সত্যিই নিদারুণ লড়াই করেছিলেন।আমাদের দেশের কৃতিত্ব সেভাবেই প্রচারই পেল না'।


আরও পড়ুন: Aindrila Sharma Health Update: শরীরে সংক্রমণের হার কমছে, ঐন্দ্রিলার ওষুধ পরিবর্তন করলেন চিকিৎসকেরা



আরেক সিনেপ্রেমী লিখেছেন, 'বাহ! দারুণ ব্যাপার। দ্য কাশ্মীর ফাইলসের মতোই জনপ্রিয়তা পাক এই সিনেমা। শুভেচ্ছা রইল।'
সিনেমাটি নিয়ে বিবেক বলেছেন, 'যখন কোভিডের জন্য কাশ্মীর ফাইলসের শ্যুটিং স্থগিত হয়ে গিয়েছিল, আমি তখন এই সিনেমাটি নিয়ে গবেষণা শুরু করি। তারপর আইসিএমআর ও এনআইভি-র বিজ্ঞানীদের সঙ্গে গবেষণা শুরু করি যাঁদের জন্য আমরা ভ্যাকসিন পেয়েছিলাম। ওদের লড়াই আর ত্যাগের কাহিনি অনবদ্য। শুধু বিদেশি শক্তি নয়, আমাদের দেশের একাংশের বিরুদ্ধেও ওঁদের লড়াই করতে হয়েছিল। তবু আমরা সুপারপাওয়ারদের হারিয়ে সবচেয়ে সস্তার, কার্যকরী ও নিরাপদ ভ্যাকসিন আবিষ্কার করেছিলাম। আমার মনে হয় ওঁদের গল্প সকলের জানানো উচিত। যাতে প্রত্যেক ভারতীয় ওঁদের নিয়ে গর্ববোধ করেন।'