ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না।
রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
যদিও, সমালোচনা থেকে রেহাই পাননি রোহিত। বরং বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এত সাফল্য থাকা ক্যাপ্টেন কেন জাতীয় দলের অধিনায়ক হিসাবে কেন বারবার ব্যর্থ হচ্ছেন। নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও উঠতে থাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৪ ওভার বাকি থাকতে ভারতকে একপেশেভাবে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত রোহিত। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হল রোহিতকে। আর আত্মসমীক্ষায় বসে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত। বললেন, 'আমার মনে হয় শেষ দিকে তবু ভাল ব্যাটিং হয়েছে আর আমরা ওই স্কোর বোর্ডে তুলতে পেরেছিলাম। কিন্তু বল হাতে একেবারেই ভাল করতে পারিনি। অবশ্যই এটা সেরকম উইকেট ছিল না যেখানে একটা দল ওই লক্ষ্য ১৬-১৭ ওভারে তুলে দেবে। তবে হ্যাঁ, এরকম হয়। যেমন বললাম, বল হাতে আমরা কিছুই করতে পারিনি।'
আরও পড়ুন: রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি, বলছেন দ্রাবিড়