অ্যাডিলেড: টি-টোয়েন্টি ক্রিকেটে সবই সম্ভব। যে পাকিস্তান এক সময় গ্রুপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়েছিল, তারাই এখন ফাইনালে। আর এক ম্যাচ জিতলেই ট্রফি পাবেন বাবর আজমরা। অন্যদিকে দুরন্ত শুরু করা ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। ইংল্যান্ডের কাছে (Ind vs Eng) বৃহস্পতিবার ১০ উইকেটে নাস্তানাবুদ হয়েছে ভারত। রোহিত শর্মাদের ক্ষত আরও উস্কে দিলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার রীতিমতো বিদ্রুপ করেছেন ভারতীয় বোলারদের।

 

ভারতের ১৬৮ রান তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ঝোড়ো হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন জস বাটলার ও অ্যালেক্স হেলস, ইংল্যান্ডের দুই ওপেনার। ভারতীয় বোলারদের হতশ্রী পারফরম্যান্স দেখে শোয়েব সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আরে ভাই, একটাও উইকেট নেবে না?'

 

পরে আরও একটি ট্যুইট করেন শোয়েব। লেখেন, 'এমন একটা ব্যবধানে পরাজয় দীর্ঘদিন বিব্রত করবে। ভারতের জন্য কঠিন ম্যাচ'।






 



 














ভারতীয় বোলারদের পারফরম্যান্স দেখে হতাশ বীরেন্দ্র সহবাগও। তিনি ট্যুইট করেন, 'বল নিয়ে কী যে করল বুঝলাম না। এই ভারতীয় বোলিংয়ের জন্য হেলস ও বাটলার একটু বেশিই শক্তিশালী'। ইরফান পাঠানের ট্যুইট, 'ইংল্যান্ডকে অভিনন্দন। ওরা আজ অনেক ভাল দল ছিল। ভারতের জন্য অনেক কিছু শেখার আছে। নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ওরা।'





























 

রোহিতের কান্না


ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না।
রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।


যদিও, সমালোচনা থেকে রেহাই পাননি রোহিত। বরং বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এত সাফল্য থাকা ক্যাপ্টেন কেন জাতীয় দলের অধিনায়ক হিসাবে কেন বারবার ব্যর্থ হচ্ছেন। নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও উঠতে থাকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৪ ওভার বাকি থাকতে ভারতকে একপেশেভাবে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত রোহিত। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হল রোহিতকে। আর আত্মসমীক্ষায় বসে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত। বললেন, 'আমার মনে হয় শেষ দিকে তবু ভাল ব্যাটিং হয়েছে আর আমরা ওই স্কোর বোর্ডে তুলতে পেরেছিলাম। কিন্তু বল হাতে একেবারেই ভাল করতে পারিনি। অবশ্যই এটা সেরকম উইকেট ছিল না যেখানে একটা দল ওই লক্ষ্য ১৬-১৭ ওভারে তুলে দেবে। তবে হ্যাঁ, এরকম হয়। যেমন বললাম, বল হাতে আমরা কিছুই করতে পারিনি।'


আরও পড়ুন: রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি, বলছেন দ্রাবিড়