নয়াদিল্লি: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান! 'মৃত' হয়েও ফের 'বেঁচে' উঠলেন তিনি। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং (Trending)। তাঁর নাম পুনম পাণ্ডে (Poonam Pandey)। সার্ভাইকাল ক্যান্সারের (Cervical Cancer) বিষয়ে সচেতনতা ছড়াতেই নাকি এই 'বিশেষ' পদক্ষেপ নেন তিনি। নিজের মৃত্যুর ভুয়ো খবর (fake death news) তাই জেনেবুঝে নিজেই ছড়ান পুনম। শনিবার সেই কথা নিজেই জানান। কিন্তু এই 'পাবলিসিটি স্টান্ট' (Publicity Stunt) কি বুমেরাং হল? ক্যান্সারের মতো একটা গুরুতর বিষয় নিয়ে সচেতনতা ছড়াতে গিয়ে কি নিজের দিকেই ক্ষোভের আঙুল টেনে আনলেন তিনি?
পুনমের কাণ্ডে 'বিরক্ত' নেটপাড়া, উঠল 'বয়কট'-এর ডাক
শুক্রবার অভিনেত্রী মডেল পুনম পাণ্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয় 'মৃত্যুসংবাদ'। যা দেখে রীতিমতো চমকে ওঠেন ইন্ডাস্ট্রির সকলেই। তবে শনিবার আবারও একবার সকলকে চমকে দিলেন তিনি। ভিডিও পোস্ট করে জানালেন তিনি আসলে বেঁচে আছেন এবং সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে যে সচেতনতা ছড়াতে সক্ষম হয়েছে তাঁর এই ভুয়ো মৃত্যুসংবাদ, তাতে তিনি 'গর্বিত'। তবে এই কথা পুরোপুরি মানতে নারাজ একাধিক তারকা, যাঁদের মধ্যে তাঁর নিজের বন্ধুরাও রয়েছেন। অনেকের মতে 'অসংবেদনশীল' ঠাট্টা করা তাঁর একেবারেই উচিত হয়নি।
বেঁচে আছেন পুনম পাণ্ডে
শনিবার পুনম পাণ্ডে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি জীবিত। আমি সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাইনি। দুর্ভাগ্যবশত, আমি সেই শত সহস্র মহিলাদের বিষয়ে এই একই কথা বলতে পারি না, যাঁরা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।'
পুনম পাণ্ডের এই কীর্তিতে তারকাদের প্রতিক্রিয়া
পুনম পাণ্ডের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে। ডিজাইনার সাইশা শিন্ডে পোস্ট করেন, 'অত্যন্ত বিরক্তিকর! আমি তোমাকে আমার বন্ধু বলতাম! তুমি আমার বন্ধু হওয়ার যোগ্যই নও! এটাকে তুমি সচেতনতা বলছ? চুপ করো! আমার মায়ের দুবার মাস্টেকটমি হয়েছে এবং তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন! আমার বোনের কিডনি বিকল হে যায় এবং ও মারা গিয়েছে, আমার মাসি মানসিক অসুস্থতার কারণে মারা গিয়েছেন এবং তোমার মতো তাঁরা কখনওই ফিরে আসতে পারবেন না! মৃত্যু কোনও মজা করার জিনিস নয়! মৃত্যু পাবলিসিটি স্টান্ট নয়! এটি অপরিমেয় সত্য! ধিক্কার পুনম পাণ্ডে, তুমি আমাদের আবেগ নিয়ে খেলা করেছ! আর আমি কখনওই এর জন্য তোমাকে ক্ষমা করব না। কখনও না। পৃথিবীর এ কী অবস্থা? এরা কেমন মানুষ?' যদিও তিনি পরে সম্ভবত সেই পোস্ট ডিলিট করে দেন।
যদিও চিত্রপরিচালক রাম গোপাল ভার্মা এই বিষয়ে অন্য ধরনের মত রাখেন। তিনি লেখেন, 'পুনম পাণ্ডে, এই সমস্যাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি যে চরম পদ্ধতিটি বেছেছেন তা কিছু সমালোচনাকে আকর্ষণ করতে পারে, কিন্তু কেউ আপনার অভিপ্রায় বা এই 'প্রতারণা'র মাধ্যমে আপনি কী অর্জন করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে পারে না... সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা এখন সর্বত্র চলছে। আপনার অন্তরটা আপনার মতই সুন্দর। আপনার দীর্ঘ এবং সুখী জীবন কামনা করি।'
ইনফ্লুয়েন্সার অভিনেত্রী কুশা কপিলা এই বিষয়ে বলেন, 'এর পিছনে একটি এজেন্সি রয়েছে। কেউ সত্যিই এমন আইডিয়া মাথা থেকে বের করেছেন এবং এটা অবিশ্বাস্য।' ঋদ্ধি ডোগরা বলেন, 'আমি ওঁকে বা ওঁর পিআর টিম কাউকেই দোষ দিই না। ওদের মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে এবং ওরা জানত যে কেমন হবে। আমি মিডিয়া ও সাংবাদিকদের দোষ দেব যাঁরা একটা ইনস্টা পোস্টকে রিপোর্ট করে খবর করেছে কোনও ফ্যাক্ট চেক না করে।' সিদ্ধান্ত কপূর লেখেন, 'পাবলিসিটির জন্য নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। জঘন্য।' পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, 'সোশ্যাল মিডিয়ার উদীয়মান চ্যালেঞ্জের সঙ্গে, আমি মনে করি কিছু নিয়মকানুন থাকা উচিত, বিশেষ করে, সংবাদদাতাদের জন্য এবং যারা নিজেদেরকে প্রভাবশালী বলে। সংবেদনশীলতা এবং কৌশলকে স্বাভাবিক করা বিপজ্জনক। ভুয়ো মৃত্যুর খবর সবে শুরু। ধীরে ধীরে দেখো আর কী কী হয়।'
আরও পড়ুন: Poonam Pandey:মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে!
জন্নত খ্যাত সোনাল চৌহান লেখেন, 'ভীষণই লজ্জাজনক! অন্য মাত্রার নিম্নমানের! মৃত্যু কোনও মজার বিষয় নয়।' পুনমের এই কীর্তিতে মুখ খুলেছেন, আলি গনি, রাহুল বৈদ্য, প্রিন্স নারুলা, নিক্কি তাম্বোলি প্রমুখ। এঁদের অনেকের দাবি, পুনম পাণ্ডে ও তাঁর পিআর টিমকে বয়কট করা উচিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।