মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতির কারণে গত দুটো বছরে একাধিকবার দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ থেকেছে। মাঝে সিনেমা হল খুললেও ফের করোনার তৃতীয় ঢেউয়ের কারণে একাধিক জায়গায় হয় সিনেমা হল বন্ধ, আর নাহলে কিছু শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে সমক্রমণ বৃদ্ধির কারণে বলিউডে একাধিক ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। শাহিদ কপূরের 'জার্সি', প্রভাসের 'রাধে শ্যাম'-এর মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। সেই তালিকায় ছিল অনুপম খেরে 'দ্য কাশ্মীর ফাইলস'ও। এবার মুক্তির নতুন দিন ঘোষণা করলেন নির্মাতারা।
কাশ্মীরের পণ্ডিতদের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) মুক্তির নতুন দিন ঘোষণা করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'আগামী ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'।' সঙ্গে হ্যাশট্যাগে রাইট টু জাস্টিস দিয়েছেন পরিচালক।
আরও পড়ুন - Shahrukh Khan Updates: শাহরুখ খানকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন ঊর্মিলা মাতণ্ডকর
বলিউড অভিনেতা অনুপম খেরও (Anupam Kher) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। সঙ্গে দর্শক ও অনুরাগীদের পাশে থাকার ও আশীর্বাদ করার অনুরোধও করেছেন অভিনেতা।<
>
'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে অনুপম খের ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, পুনিত ইসার, অতুল শ্রীবাস্তব এবং বলিউডের আরও অনেক অভিনেতারা।