মুম্বই: বলিউড থেকে টলিউড, অভিনয়ের গুণে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। 'বুলবুল', 'কালি'-তে যেমন প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়, তেমনই 'মাটি' বা 'কন্ঠ'-র মত ছবি দিয়েও তিনি মন জয় করেছেন বাঙালির। পাওলি দাম। সম্প্রতি ওয়েব প্লাটফর্মে মুক্তি পাবে পাওলির নতুন ছবি 'রাত বাকি হ্যায়'। পাওলি ছাড়াও এই ছবিতে রয়েছেন রাহুল দেব, অনুপ সোনি ও অন্যান্যরা।


আজ একটি সাক্ষাৎকারে 'রাত বাকি হ্যায়' সম্পর্কে কথা বলতে গিয়ে পাওলি বলেন, 'আমি এই ধরণের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে এটা যে আমি আমার কেরিয়ারের একেবারে প্রথম থেকে চাইতাম এমনটা নয়। মূল ধারার ছবিতে আমি যে চরিত্রগুলিতে অভিনয় করেছি তার একটা বাঁধা গত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে, যখন আমি ভিন্ন স্বাদের ছবি করতে শুরু করি, সেখানে অনেক দৃঢ় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। তবে আমি সবসময় এমন কোনও চরিত্র চেয়েছি যেখানে নারীকে দেখানো হবে সে যে কোনও সিদ্ধান্ত নিতে সক্ষম।'


২০০৬ সালে গৌতম ঘোষের 'কালবেলা'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন পাওলি। তাঁর মতে কালি ও বুলবুল এর সাফল্যের পর তিনি অনুভব করেন, তাঁর অভিনয় করা অন্য় ধারার চরিত্র দর্শকদের মনে দাগ কাটছে। পাওলি বলছেন, 'অভিনেত্রী হিসেবে দিন দিন আমি আরও লোভী হয়ে যাচ্ছি। চরিত্র বাছবার সময় মাথায় রাখি সেটা যত ছোটই হোক না কেন, দর্শকদের মনে যেন ছাপ রেখে যায়। যখনই কোনও চিত্রনাট্য পড়ি, মনে হয় বাস্তবে দর্শক এই চরিত্রটার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন তো? দর্শক যদি আমার অভিনয়ের মধ্যে নিজেকে না খুঁজে পান, তাহলে আমি ব্যর্থ।'


'রাত বাকি হ্যায়' ছবিতে পাওলির চরিত্রের নাম ভাসুকি। অভিনেত্রী বলছেন, 'এই ছবিতে আমার চরিত্রটা রহস্যময়ী কিন্তু বাস্তব। শান্ত কিন্তু কঠিন। আমার মনে হয় নারীকেন্দ্রীক ছবিতে মেয়েদের ভাবনা, চাহিদা, আকাঙ্খাগুলিকে আরও বেশি করে তুলে ধরা উচিত।