সেফের সম্পর্কে কিছু কড়া টুইট নিয়ে আলোচনা হয় ওই শো-তে। তার মধ্যে একটি টুইটে সেফকে দাগি অপরাধী (thug)বলে সম্বোধন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ট্যুইটকারীর অভিযোগ, তিনি ‘পদ্মশ্রী’ কিনে নিয়েছেন। ওই নিন্দুকের প্রশ্ন,‘যিনি ছেলের নাম রেখেছেন তৈমুর, রেস্তোরাঁয় লোক পিটিয়েছেন, তিনি কীভাবে ‘স্যাক্রেড গেমস’এ অভিনয়ের সুযোগ পেলেন? যিনি অভিনয়টাই বড় একটা করতে পারেন না!
তার জবাবে সেফ বলেন, প্রথমত আমি অপরাধী নই...‘পদ্মশ্রী’ কেনা সম্ভব নয়। ভারত সরকারকে ঘুষ দেওয়া আমার পক্ষে অসম্ভব।’
পতৌদি-পুত্র আরও বলেন, "আমার মনে হয়েছিল, ইন্ডাস্ট্রিতে অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন, যাঁরা আমার থেকে বেশি যোগ্য এই সম্মান পাওয়ার জন্য, কিন্তু পাননি। আমার এই ব্যাপারটা বেশ লজ্জাজনক লেগেছিল। আবার অনেক ক্ষেত্রে মনে হয়েছে, আমার থেকে কম যোগ্যও অনেকে এই পুরষ্কার পেয়েছেন।"
সেফ জানান, বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে কথা বলেই নিজের মত বদলেছিলেন তিনি। তারপর সরকারের দেওয়া এই সম্মানগ্রহণ করেন।
এছাড়াও অন্যান্য টুইটেরও জবাব দেন সেফ। যেমন, তাঁকে নবাব বলা নিয়ে একটি ব্যঙ্গাত্মক ট্যুইটের জবাবে তিনি বলেন,"আমার নবাব হওয়ার ব্যাপারে কোনদিন বিশেষ উৎসাহ ছিল না। বরং কাবাব খাওয়ার ক্ষেত্রে আমার আগ্রহ অনেক বেশি।"
এক ট্যুইটকারী আবার সেফকে ব্যঙ্গ করেন, সোনম কপূরের বিয়েতে সাধারণ সাদা পঞ্জাবি পরে যাওয়া নিয়ে। তার উত্তরে মজা করে তিনি বলেন, "সেদিন সোনমের বিয়ে ছিল, আমার নয়।"