লস এঞ্জেলেস: ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিহানায় মৃত্যু হয়েছিল ৪০ ভারতীয় সেনা জওয়ানের। সেটাই ছিল সূত্রপাত। পাল্টা জবাব দিয়ে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এই পরাক্রমের পর দেশের সব মহলের বিশিষ্টদের মতো প্রিয়ঙ্কা চোপড়াও ভারতীয় সেনার এই বিক্রমকে সাধুবাদ জানান। ছোট্ট ট্যুইটে এই বলিউড অভিনেত্রী লিখেছিলেন, ‘জয় হিন্দ’। সঙ্গে হ্যাশট্যাগ ইন্ডিয়ান আর্মড ফোর্স।
সেই ঘটনার পরই প্রিয়ঙ্কাকে রাষ্ট্রপুঞ্জের গুডউইল অ্যাম্বাসাডরের পদ থেকে বহিষ্কারের আবেদন করে পাকিস্তানিরা। এবার তিনি সরাসরি আক্রমণের মুখে। লস এঞ্জেলেসে প্রিয়ঙ্কাকে পাকিস্তানি মহিলার আক্রমণ, “একজন গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে আপনি পাকিস্তানের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়ারকে উৎসাহ দিচ্ছেন।”
জবাবে প্রিয়ঙ্কা বলেন, “আমি ভারতীয়। আমার অনেক পাকিস্তানি বন্ধু আছে। যুদ্ধ এমন বিষয় নয়, যা আমায় মুগ্ধ করে। কিন্তু আমি একজন স্বদেশপ্রেমী। আমার কথা কাউর ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।”