অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ার’-এ প্রধান ভূমিকায় রয়েছেন হৃত্বিক ও টাইগার। দুজনেই অ্যাকশন দৃশ্যে সাবলীল এবং সিনেমার ট্রেলারেও রয়েছে জবরদস্ত অ্যাকশন দৃশ্য। যদিও সিনেমার প্লটের ব্যাপারে খুব বেশি তথ্য ট্রেলারে দেখা যায়নি। কিন্তু এতে অনুরাগীদের জন্য রয়েছে বেশ কিছু নজরকাড়া স্টান্ট। ট্রেলারের শুরুতেই যে অ্যাকশন দৃশ্য রয়েছে সেখানে হৃত্বিককে একটি বিমান থেকে অন্য বিমানে ঝাঁপিয়ে পড়ে হামলা চালাতে দেখা যাচ্ছে। এর পর স্ক্রিনে আবির্ভাব টাইগারের।
ট্রেলারের বেশিরভাগ সময়েই দুজনকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে। সিনেমার প্লট কী, তা জানতে দর্শকদের সম্ভবত আরও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।
‘ওয়ার’ সিনেমায় টাইগার ও হৃত্বিক ছাড়াও বাণী কপূরকেও গুরুত্বপূর্ণ দেখা যাবে। চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি প্রচুর পরিশ্রম করেছেন। ট্রেলারে তাঁকে বেশ গ্ল্যামারাস দেখিয়েছে।
চলতি বছরের ২ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে। সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
দেখুন-ট্রেলার