ভারতীয় এ দলের বোলিং কোচ রমেশ পওয়ার
Web Desk, ABP Ananda | 27 Aug 2019 04:53 PM (IST)
এর আগে ভারতের মহিলা দলের কোচ ছিলেন পওয়ার। তবে গত বছর মিতালি রাজের সঙ্গে ঝামেলার জেরে তাঁকে সরিয়ে দেয় বিসিসিআই।
মুম্বই: ভারতীয় এ দলের বোলিং কোচ নির্বাচিত হলেন প্রাক্তন অফস্পিনার রমেশ পওয়ার। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের পাঁচটি একদিনের ম্যাচ এবং দু’টি চারদিনের ম্যাচের সিরিজ দিয়ে কাজ শুরু করবেন পওয়ার। এর আগে ভারতের মহিলা দলের কোচ ছিলেন পওয়ার। তবে গত বছর মিতালি রাজের সঙ্গে ঝামেলার জেরে তাঁকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে এবার প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের সহকারী হিসেবে কাজ করবেন এই অফস্পিনার।