সম্প্রতি এক আলোচনাসভায় এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেত্রী।
অনুষ্ঠানে সঞ্চালিকা প্রশ্ন করেন,
“১৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সরব হয়েছেন আপনি। কিন্তু ২০১০-সালে যখন জাতীয় জনসংখ্যাপঞ্জির জন্য তথ্য সংগ্রহ করা হয়, তখন কেন চুপ ছিলেন?”
উত্তরে স্বরা বলেন, “গত ১৫ বছর আমি কোনও অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত ছিলাম না। ২০১০ সালে আমার বয়স ছিল মাত্র পনেরো বছর।”
এই কথা মাটিতে পড়ার আগেই লুফে নেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ট্রোল করা হয় নরেন্দ্র মোদি ফ্যান ক্লাবের তরফেও।
নেটিজেনরা নানাভাবে ট্রোল করতে শুরু করে স্বরাকে। তাঁকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় মিম, ট্রোল। তিনি যে বয়সের হিসেবে বড়সড় গোলমাল করে ফেলেছেন, তা বুঝে #ম্যাথেমেটিশিয়ানস্বরা নামে একটি হ্যাশট্যাগ ক্রিয়েট করা হয়েছে, যা এখন ট্রেন্ডিং। শুধু তাই নয়, গুগলে নাকি ‘বেস্ট ম্যাথেমেটিশিয়ান’ বলে সার্চ করলে দেখাচ্ছে স্বরার নাম!
কেউ কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন “মনে হয় স্বরা তাঁর মনের বয়সের কথা বোঝাতে চেয়েছেন। যত দিন যাচ্ছে ওঁর মনের বয়স তো কমেই যাচ্ছে। ২০১০-এ ছিলেন ১৫। কী জানি, হয়তো ২০২০-তে সেটা হয়ে যাবে ৮ বা ৯।”