মুম্বই: ক্যান্সারের সঙ্গে লড়াইটা চালিয়ে গেছেন শিরদাড়া শক্ত করে। গত বছর হাইগ্রেড ক্যান্সারে আক্রান্ত হন সোনালি। তারপরই নিউ ইয়র্কে পাড়ি দেন কর্কটরোগের চিকিৎসা করাতে। কেমোথেরাপি সহ নানা চিকিৎসার মধ্যে ছিলেন সোনালি। কিন্তু একবারও সবার সামনে ভেঙে পড়েননি। বরং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন। নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন দুনিয়ার সঙ্গে। হাজারো কষ্টের মধ্যে মুখের হাসিটি ছিল অমলিন।

জীবনের কঠিনতম সময়েও কীভাবে দৃঢ় থাকতে হয়, অনুরাগীদের দেখিয়েছেন সোনালি। তাঁর ইতিবাচক মানসিকতা এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।
এখন চিকিৎসার মূল পর্যায় সেরে দেশে ফিরেছেন সোনালি। ধীরে ধীরে ফিরছেন কাজের জগতে। নিজের যত্ন নিচ্ছেন সাধ্যমতো। ডাক্তারের পরামর্শ মেনে শুরু করেছেন এক্সারসাইজও। তবে সাধারণ ব্যায়াম নয়, সোনালি এখন ব্যস্ত অ্যাকোয়া এক্সারসাইজে।
অ্যাকোয়া এক্সারসাইজ শুনতে বা দেখতে সহজ মনে হলেও, কাজটা ততটাও সহজ নয়, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কেমন সেই এক্সারসাইজ? ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন নিজেই।

মুখের হাসি ও প্রচেষ্টাই বলে দিচ্ছে, অ্যাকোয়া এক্সারসাইজের চ্যালেঞ্জেও সহজেই উতরে যাবেন সোনালি।