মুম্বই: অক্ষয় কুমার অত্যন্ত ব্যস্ত। হাতে একের পর এক ছবি। আর তাঁর সব সময়ের চেষ্টা, সব ছবির কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার। বলিউডের এই হিট মেশিনের আগামী ছবি গোল্ডের শ্যুটিং শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করলেন তিনি। যে ভিডিওটি তিনি প্রকাশ করেছেন, তাতে দেখা যাচ্ছে এই পঞ্চাশেও অক্ষয় কী দুর্দান্ত ফিট! ধুতি-কুর্তায় চেয়ারের ওপর এমন অনায়াস ডিগবাজি আর কোন বলিউড হিরো দিতে পারেন! [embed]https://twitter.com/akshaykumar/status/939749370756501504?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fstory%2Fakshay-kumar-gold-wrap-up-celebration%2F1%2F1107056.html[/embed] স্বাধীনতার পর দেশের প্রথম অলিম্পিক সোনা জয় নিয়ে তৈরি হচ্ছে গোল্ড। ছবিতে অক্ষয়ের নায়িকা বাঙালি মেয়ে মৌনী রায়। আগামী বছর ১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।