মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারানোর পর কোহলি ও তাঁর দলের সদস্যদের অন্য খেলায় মেতে উঠতে দেখা গেল। আর এই সময় গেমিং স্টেশনে কোহলির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কাও। তাঁদের লেজার ট্যাগ গান গেমস খেলতেও দেখা গেল। আর খেলার সময় রিরুষ্কা জমিয়ে মজা করলেন। অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী লেসার গান ছুঁড়লেন আর ক্রিকেটার এতে ধরাশায়ী হওয়ার অভিনয়ও করলেন। আর কোহলির সেই অভিনয় দেখলে অনেকেই হেসে ফেলবেন।
আর এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন আরসিবি-র খেলোয়াড় ডেল স্টেইন। সঙ্গে সঙ্গে ফ্যান ক্লাবগুলি তাদের পেজে সেই ভিডিও পোস্ট করে। এভাবে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।