করাচি: চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে যে মনোভাব নিয়ে তাঁরা খেলেন, সেভাবেই বিশ্বকাপে সব ম্যাচ খেলবেন তারা। একটি টেলিভিশন চ্যানেলকে এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, বিভিন্ন দিক থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা একটা ম্যাচ এবং ভারতের বিরুদ্ধে যে মনোভাব নিয়ে খেলি, আমাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিও সেভাবেই খেলতে হবে।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে দুই রিজার্ভ প্লেয়ার মহম্মদ আমির ও ব্যাটসম্যান আসিফ আলির পারফরম্যান্সের দিকে পাক নির্বাচকদের নজর থাকবে। কারণ, মুখ্য নির্বাচক ইনজামাম-উল-হক পাক বিশ্বকাপ স্কোয়াডে ওই দুই ক্রিকেটারের নাম বিবেচনা করতে পারেন। কারণ, ১৫ সদস্যের দলে কোনও পরিবর্তন ঘটাতে হলে তা করা যাবে ২৩ মে-র মধ্যে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান।
সরফরাজ বলেছেন, বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে তিনি কোনও রকম চাপে নেই।
চূড়ান্ত স্কোয়াড নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে সরফরাজ বলেছেন, প্লেয়ার বাছাই নিয়ে তিনি, মিকি আর্থার ও নির্বাচক কমিটি সম্পূর্ণ সহমত।
বিশ্বকাপে অন্য দলগুলি ফেভারিট হিসেবে বিবেচিত হওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন সরফরাজ। তিনি বলেছেন, এটা আমাদের পক্ষে ভাল, কারণ ফেভারিট তকমা থাকার জন্য ওই দলগুলি বেশি চাপের মধ্যে থাকবে। এর অর্থ এটাও যে আমরা আন্ডারডগ হিসেবে খেলব এবং নিজেদের সেরাটা দিয়ে ভালো পারফর্ম করতে পারব।
ভারতের বিরুদ্ধে যে মনোভাব নিয়ে খেলি বিশ্বকাপে সব ম্যাচ সেভাবে খেলব: সরফরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2019 05:38 PM (IST)
পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, বিভিন্ন দিক থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা একটা ম্যাচ এবং ভারতের বিরুদ্ধে যেভাবে খেলি, আমাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিও সেভাবেই খেলতে হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -