কলকাতা: বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। কিশোর তারকা রিয়ান প্রয়াগের অসাধারণ ব্যাটিং ও বরুণ অ্যারনের নতুন বল হাতে জ্বলে ওঠার সুবাদে নাইট রাইডার্সকে ৩ উইকেটে হারাল রাজস্থান। বরুণের বোলিং বিশ্লেষণ ৩-১-১০-২।
ওই ম্যাচে রাজস্থানের সেরা বোলার ছিলেন বরুণই। তিনি ক্রিস লিন (০) এবং শুবমন গিল (১৪)-কে ক্লিন বোল্ড করেন। শুরুতেই এভাবে নাইট শিবিরে আঘাত হানেন তিনি। নাইটদের বিরুদ্ধে জয়ের ফলে রাজস্থানের প্লেঅফে যাওয়ার আশা বহাল রয়েছে।
চলতি মরশুমে এটাই ছিল বরুণের দ্বিতীয় ম্যাচ। ইডেনের উইকেটের পূর্ণ সুবিধা আদায় করে নেন এই পেসার। শুবমান গিলকে যে বলে তিনি আউট করলেন, তা নজরকাড়ার মতো। অনেকটা ভেতরে ঢুকে আসা নাকল বলে তিনি আউট করেন শুবমানকে।



বোলিংয়ে ধার বাড়ার জন্য বরুণ কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমি সব সময়ই ইনস্যুইং করি। কিন্তু কাউন্টি খেলার পর তা আরও ভালো হয়েছে।