দেখুন- যখন বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনকে পরিচয়পত্র দেখাতে বললেন নিরাপত্তা কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2019 06:06 PM (IST)
নিয়ম মেনে মুম্বই বিমানবন্দরের প্রবেশ পথে এক নিরাপত্তা কর্মী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পরিচয়পত্র দেখাতে বললেন। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা বিমানবন্দরে প্রবেশ করছেন। সেই সময় এক নিরাপত্তা কর্মী তাঁর পরিচয়পত্র চাইলেন।
মুম্বই: নিয়ম মেনে মুম্বই বিমানবন্দরের প্রবেশ পথে এক নিরাপত্তা কর্মী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পরিচয়পত্র দেখাতে বললেন। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা বিমানবন্দরে প্রবেশ করছেন। সেই সময় এক নিরাপত্তা কর্মী তাঁর পরিচয়পত্র চাইলেন। তাঁর পরিচয়পত্র চাইছেন বুঝতে পেরে দীপিকা ঘুরে দাঁড়িয়ে বিনয়ের সুরে বলেন, ‘দেখবেন?’ সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে পরিচয়পত্র বার তা ওই নিরাপত্তা কর্মীকে দেখান। মেঘনা গুলজারের ‘ছপাক’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন দীপিকা। স্বামী বিয়ের পর রণবীরের সঙ্গে ‘৮৩’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁকে।