লন্ডন: পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে অভব্য আচরণ এক পাকিস্তানি ফ্যানের। নিন্দার ঝড়ের মুখে অবশ্য শেষপর্যন্ত ক্ষমা চাইতে হল ওই পাক ফ্যানকে।



বিশ্বকাপে ভারতের কাছে হারের পর দেশের ক্রিকেট মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের দল। সমর্থকদের একাংশ দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের বিরুদ্ধে টসে জেতার পরও ব্যাটিং না নেওয়ার জন্যও সরফরাজকে সমর্থকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরফরাজ সহ পাক ক্রিকেটারদের তুলোধুনো করে বিভিন্ন পোস্ট করতে দেখা গিয়েছে পাক সমর্থকদের। এরইমধ্যে এক পাক ফ্যান প্রকাশ্যেই সরফরাজকে ‘মোটা’ বলে বিদ্রুপ করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ডের একটি মলে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন সরফরাজ। সন্তানকে কোলে নিয়ে ঘুরছিলেন পাক অধিনায়ক। সেই সময় ওই ফ্যান সেলফির আবদার জানান।
কিন্তু সেই সময় ওই পাক ফ্যান ভিডিও তুলতে শুরু করেন এবং সরফরাজকে মোটা বলে বিদ্রুপ করেন। পাক অধিনায়ক কিছু না বলে সেখান থেকে চলে যান।




এরপর ক্রিকেট দুনিয়ায় তীব্র নিন্দার ঝড় বয়ে যায়।সোশ্যাল মিডিয়ায় ওই ফ্যানের আপত্তিকর অভব্য আচরণের সমালোচনায় সরব হন অনেকেই।
তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন ওই পাকিস্তানি ফ্যান।
পাক ক্রীড়া সাংবাদিক জীশান আহমেদের শেয়ার করা ভিডিও বার্তায় এই ফ্যান দাবি করেছেন, সরফরাজের কাছে ক্ষমা চাওয়ার পর তিনি সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু সেই ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না বলে দাবি করেছেন ওই পাক ফ্যান। আমি আমার সেই ভিডিও দেখেছি যখন আমি সেখানে (মলে) ছিলাম এবং পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে কিছু বলছিলাম। আমি ভিডিওটি তুলেছিলাম, তিনি আমার সঙ্গে দেখা করেন এবং বিরক্ত ছিলেন। আমি তাঁর কাছে ক্ষমা চাই এবং ভিডিও ডিলিট করে দিই।
ওই ফ্যানের দাবি, সরফরাজের কোলে যে শিশু ছিল, তা তাঁর সন্তান বলে তিনি জানতেন না।