ভিডিওতে দেখুন : হোলিতে ভাঙ খেয়ে কী অবস্থা শিল্পা শেঠির!!
ABP Ananda, web desk | 14 Mar 2017 05:25 PM (IST)
মুম্বই: শিল্পা শেঠি ও রাজকুন্দ্রা খান্ডালায় জমিয়ে হোলিতে মাতলেন। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা। পরিবেশবান্ধব হোলি খেললেন তাঁরা। রাজ ও শিল্পা দুজনেই হোলি খেলার বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এই হোলি পার্টিতে ছিলেন হৃত্বিক ও জায়েদ খানও। একটি ভিডিওতে শিল্পার ওপর ভাঙের প্রভাব দেখা যাচ্ছে। এক বন্ধুর সঙ্গে মজাদার ভঙ্গিতে নাগিন ড্যান্স করছেন তিনি। রাজ ওই ভিডিওটি শেয়ার করে মজার ছলে লিখেছেন, দুই চুমুক ভাঙ খেয়ে কী অবস্থা!!