মুম্বই: 'তবা হো গ্যয়ে'... 'কলঙ্ক' ছবির এই গানটির সঙ্গে লাস্যময়ী মাধুরীর নাচে মুগ্ধ সিনে দুনিয়া! আবারও একবার ‘ধকধক’গার্লের নৃত্যশৈলীতে মুগ্ধ সকলে। বয়সটা যে শুধুই একটা সংখ্যা, আরও একবার প্রমাণ করলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করেছেন মাধুরী নিজেই।




শ্রেয়ার মিষ্টি গলা আরও একবার মুগ্ধ করল সকলকে। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন, অমিতাভ ভট্টাচার্য। প্রীতমের সুর সকলকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সত্তরের দশকে। সরোজ খানের কোরিওগ্রাফিতে একের পর এক হিট ডান্স পারফর্ম্যান্স উপহার দিয়েছেন মাধুরী। এবার সরোজ খানের সঙ্গে কোরিওগ্রাফিতে আছেন রেমো ডিসুজাও।
কমলা রঙের আনারকলিতে মাধুরীর নাচ, মনে করিয়ে দিচ্ছে দেবদাসের চন্দ্রমুখীকে! 'ঘর মোরে পরদেশিয়া' ও 'কলঙ্ক'-এর টাইটেল ট্র্যাকের পর এই গানটিও সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করছে।



মাধুরী দীক্ষিত ছাড়াও মাল্টিস্টারার এই ছবিতে আছেন, বরুণ ধবন, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূর এবং সঞ্জয় দত্ত। ছবিটি এ-মাসের ১৭ তারিখে মুক্তি পাবে। 'কলঙ্ক' এর পরিচালনার দায়িত্বে আছেন অভিষেক বর্মণ।